মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট প্রকাশিত হলেও বিতর্ক থামেনি। প্রয়াত অভিনেতার পরিবার রিপোর্টটিকে ‘অসম্পূর্ণ’ ও ‘অপ্রতুল’ হিসেবে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।
রিয়ারে ক্লিনচিট
সিবিআই জানিয়েছে, সুশান্তকে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী বা অন্য কেউ অবৈধভাবে আটক বা হুমকি দিয়ে আত্নহত্যার দিকে প্ররোচিত করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, রিয়ার দ্বারা সুশান্তের কোনো সম্পদ বা অর্থ দখলের প্রমাণও নেই।
রিপোর্টে আরও বলা হয়েছে, “সুশান্তের মৃত্যুর সময় (৮ থেকে ১৪ জুন ২০২০) রিয়া ও তার ভাই শোভিক বাড়িতে ছিলেন না। রিয়ার সঙ্গে কোনো ফোন বা অনলাইন যোগাযোগের প্রমাণও নেই। এছাড়াও সুশান্তের বোন মিঠু সিং ৮ থেকে ১২ জুন পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন।”
এ তথ্যের ভিত্তিতে সিবিআই জানিয়েছে, কোনও প্রমাণ নেই যে কেউ তাকে আত্নহত্যার দিকে প্ররোচিত করেছিলেন।
পরিবারের প্রতিক্রিয়া SSR CBI Closure Report Eyewash
সুশান্তের পরিবার ও আইনজীবীরা ক্লোজার রিপোর্টকে ‘অপর্যাপ্ত’ ও ‘চোখ ধাঁধানো’ হিসেবে অভিহিত করেছেন। পরিবার জানিয়েছে, তারা আদালতে প্রতিবাদ পিটিশন দাখিল করবেন। পরিবারর আইনজীবী বরুণ সিংহ হিন্দুস্তান টাইমসকে বলেছেন,
“সিবিআই যদি সত্যিকার অর্থে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে চায়, তারা সমস্ত প্রমাণপত্র—চ্যাট, টেকনিক্যাল রেকর্ড, সাক্ষীদের বিবৃতি, চিকিৎসা সংক্রান্ত নথি—সহ রিপোর্ট আদালতে জমা দিত। কিন্তু তা হয়নি। আমরা রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ পিটিশন দাখিল করব।”
বরুণ সিং আরও বলেন, “শুধু বলা হয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোনও অর্থ বের হয়নি—এটা যথেষ্ট নয়। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া এই রিপোর্ট আদালতে টিকে থাকতে পারবে না। এটি দুর্বল এবং অসম্পূর্ণ।”
রিয়ার সম্পদ ও অভিযোগ
সিবিআই জানিয়েছে, ৮ জুন সুশান্তের বাড়ি ত্যাগের সময় রিয়া তার ব্যক্তিগত অ্যাপল ল্যাপটপ ও ঘড়ি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যা সুশান্ত উপহার দিয়েছিলেন। তদন্তে দেখা গেছে, রিয়া বা অন্য কেউ সুশান্তের অজান্তে কোনো সম্পদ হাতাতে পারেনি।
পরিবারের অভিযোগ, রিয়া সুশান্তকে হুমকি দিয়েছিলেন তার চিকিৎসা নথি প্রকাশ করার, যদি সে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করত। তবে সিবিআই জানিয়েছে, এই তথ্য শুধু শোনা-শোনা পর্যায়ে রয়েছে।
পরবর্তী ধাপ
পাটনা আদালতে ক্লোজার রিপোর্টের বিষয়ে পরবর্তী শুনানি ডিসেম্বর ২০ তারিখে হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আদালতে রিপোর্ট চ্যালেঞ্জ করবেন এবং তদন্ত সংক্রান্ত সমস্ত নথি, চ্যাট, ব্যাংক স্টেটমেন্টসহ প্রমাণাদি দাবী করবেন।
রিপোর্ট প্রকাশের পরও সুশান্ত রাজপুতের মৃত্যু মামলা বলিউড ও দেশের আইনজগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।