Monday, December 8, 2025
HomeEntertainmentSSC Scam: বঙ্গভূষণ 'ঋতু'কে চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট বললেন শ্রীলেখা

SSC Scam: বঙ্গভূষণ ‘ঋতু’কে চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট বললেন শ্রীলেখা

- Advertisement -

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির (SSC Scam) কোপে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য হয়েছে বিদ্বজনেরা৷ শনিবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন বিদ্বজনদের একাংশ। আবার সেই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অনেকেই। যার মধ্যে অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ কেন চাকরি প্রার্থীদের নিয়ে কথা বলা প্রয়োজন ঋতুপর্ণাকে ব্যাখা দিলেন আরও এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

নিজের ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, “এই পোস্টটা অন্তত পার্সোনাল ভেবোনা ঋতু। জানি তুমি সিনিয়র। অনেক অনেক অনেক বেশী সাকসেসফুল আমার থেকে। তোমার পরিচিতের সংখ্যার কোনও শেষ নেই। কিন্তু রাজ্যের এই অবস্থায় এই উত্তরটা! জীবনটা শুধু একা বাঁচার নয়৷ শুধু নিজের লাভের কথা ভাবা নয়। তার থেকে অনেকটা বড়। একটু সময় নিয়ে দেখো এসব চাকরি না পাওয়া ছেলেমেয়েদের যদি কষ্টর উত্তর খুঁজে পাও৷ ভালো থেকো”৷

   

উল্লেখ্য,৫০০ দিন অতিক্রান্ত ধর্মতলায় হবু শিক্ষকদের আন্দোলন। হবু শিক্ষকদের পাশে থাকার ডাক দিয়ে বঙ্গভুষণ বয়কটের জন্য বিদ্বজনদের আহ্বান জানিয়েছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কিন্তু সেদিনের মঞ্চ আলো করে টলিউডের বহু কলাকুশলীদের উপস্থিত থাকতে দেখা গেছে৷ যার মধ্যে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তিনিও বঙ্গভুষণ সম্মান পান।

চাকরি প্রার্থীদের বঞ্চনা নিয়ে এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটু ভেবে উত্তর দেবো। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ফেসবুক পোস্টটি করেছেন শ্রীলেখা মিত্র৷ যা নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular