King Khan SRK: শাহরুখের প্রথম রোজগার মাত্র ৫০ টাকা!! এ কি কাজ করতেন অভিনেতা? 

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। আর তাঁর সিনেমা পর্দায় মুক্তি পাওয়া মানেই ১০০ কোটির ছক্কা হাঁকানো। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, তিনি…

King Khan SRK: শাহরুখের প্রথম রোজগার মাত্র ৫০ টাকা!! এ কি কাজ করতেন অভিনেতা? 

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। আর তাঁর সিনেমা পর্দায় মুক্তি পাওয়া মানেই ১০০ কোটির ছক্কা হাঁকানো। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, তিনি আর কেউ নন বলিউডের বাদশা শাহরুখ খান(King Khan SRK)। সেই শাহরুখ খানের প্রথম রোজগার কত ছিল জানেন কি? মাত্র ৫০ টাকা! অবাক হচ্ছেন? আসুন তাহলে জেনে নেওয়া যাক। 

একবার একটা গেম শো’য়ে তিনি জনান, তিনি তার কেরিয়ারের প্রথমে থিয়েটারে টিকিট বিক্রি করার কাজ করতেন। আর সেই চাকরিতে তাঁর বেতন ছিল মাসে ৫০ টাকা। এত কম টাকায় তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। আর তারপর বলিউডের রুপোলি পর্দায় প্রবেশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কিং খানকে।  

ফ্যানদের চোখে তিনি একপ্রকার ভগবান। শাহরুখ খানের জন্মদিনে তার বাংলোর সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত, শুধুমাত্র একবার তাদের স্বপ্নের নায়ককে দুচোখ ভরে দেখবে বলে। আর অন্যদিকে শাহরুখ খানও তার ভক্তদের উল্লাসকে দারুণ সমর্থন করেন। 

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখ অভিনেতার হওয়ার স্বপ্ন নিয়ে যখন মুম্বইয়ে এসেছিলেন, তখন সেখানে মাথার উপর একটা ছাদও ছিল না। এক বন্ধুর সহায়তায় মাথা গোঁজার একটা জায়গা হয় তার। এক দিন মুম্বইয়ের হিখ্যাত মেরিন ড্রাইভের ফুটপাথে দাঁড়িয়ে শাহরুখ বন্ধুদের বলেছিলেন, ‘ওয়ান ডে আই উইল ওন দ্য সিটি’। আজ যে বাংলোতে তিনি থাকেন, তাঁর মূল্য ১০ কোটির কম হবে না। তাই তো আজ তিনি বলিউডের বাদশা। ইচ্ছে থাকলে স্বপ্নকে ছোঁয়া যায় তার অন্যতম নিদর্শন শাহরুখ খান।