HomeEntertainmentSRK এর জন্মদিনের দিন স্বয়ং বার্থডে বয় নিয়ে এলো দর্শকদের জন্য উপহার 

SRK এর জন্মদিনের দিন স্বয়ং বার্থডে বয় নিয়ে এলো দর্শকদের জন্য উপহার 

- Advertisement -

আগামী বছরের জানুয়ারি মাসে আসতে চলেছে পাঠান। এই পাঠান,যে সে পাঠান নয় জনগণের বুক কাঁপাতে আসতে চলেছে শাহরুখ খান (SRK)  ওরফে পাঠান। ২০২৩ সালের ২৫শে জানুয়ারি ইয়েস রাজ ফিল্মসের প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসতে চলেছে সিনেমা ‘পাঠান’।

এই সিনেমার মুখ্য ভূমিকা শাহরুখ খানকে ছাড়াও দেখতে পাওয়া যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে। আজ ২রা নভেম্বর, অনেকদিন আগে থেকেই জানতে পারা গিয়েছিল যে শাহরুখ খানের জন্মদিনের দিন অর্থাৎ আজ পাঠান সিনেমার প্রথম টিজার মুক্তি পাবে। প্রযোজক দলের কথা অনুযায়ী আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সিনেমাটি টিজার মুক্তি পেয়েছে।

   

টিজারটি মুক্তি পাওয়া মাত্রই সিনেমাপ্রেমীদের মধ্যে চাঞ্চলকর অবস্থা সৃষ্টি করেছে। এমনকি টিজারটির মাধ্যমে পরিচালকসহ এই সিনেমার কলাকুশলীরা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এই দেখে প্রযোজক দল আশা করছেন যে, এই সিনেমা চলচ্চিত্র জগতের অন্যতম সিনেমা হতে চলেছে। এই সিনেমাটি টিজার দেখে বোঝা যাচ্ছে মূলত সিনেমাটি অ্যাকশন এর উপর নির্ভর করে তৈরী করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular