HomeEntertainmentUsha uthup: 'শ্রীভল্লি' গানের বাংলা অনুকরন করলেন ঊষা উত্থুপ, প্রকাশ্যে প্রোমো

Usha uthup: ‘শ্রীভল্লি’ গানের বাংলা অনুকরন করলেন ঊষা উত্থুপ, প্রকাশ্যে প্রোমো

- Advertisement -

‘শ্রীভল্লি’ গানে মেতেছেন আট থেকে আশি। তারকা থেকে আমজনতা। সেই ট্রেন্ডে পা দিলেন গায়িকা ঊষা উত্থুপ (Usha uthup)। তবে রিল নয়। ‘শ্রীভল্লি’র বাংলা ভার্সন গাইলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গানের প্রোমো। যা দেখতে দেখতে ভাইরাল। মাত্র কয়েক ঘণ্টাতেই ‘শ্রীভল্লি’ গানের বাংলা ভার্সনের ভিউ ছাড়িয়েছে ৯০ হাজারেরও বেশি। ভিডিওর দৃশ্যে শ্রীভল্লি গানে আল্লু অর্জুনের জনপ্রিয় স্টেপ মেলাতেও দেখতে পাচ্ছেন নেট নাগরিকরা। সম্পূর্ণ ভিডিওটি কবে আসবে, সে সম্পর্কে যদিও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

খেলাধুলোর জগত থেকে বিনোদর জগতের তারকারা ‘পুষ্পা’র জনপ্রিয় সমস্ত গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। সাধারণ নেট নাগরিকরাও বাদ যাননি। সোশ্যাল মিডিয়া খুললেই সেখানে ‘পুষ্পা… পুষ্পারাজ… ম্যায় ঝুকেগা নেহি…’ ডায়লগ থেকে ‘শ্রীভল্লি’ কিংবা ‘ও অন্তাভা’ গানের তৈরি রিল চোখে পড়বে। এবার এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘শ্রীভল্লি’র বাংলা ভার্সন ‘তুমি তোমার তুলনা শ্রীভল্লি’ গাইলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular