Srijla guha: ‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা

সৃজলা ( Srijla guha ) ‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলাআর রোহনের প্রেমকাহিনি সবাই জানেন। অনেকদিন ধরেই একে-অপরের সঙ্গে রয়েছেন তাঁরা।…

Srijla guha

সৃজলা ( Srijla guha ) ‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলাআর রোহনের প্রেমকাহিনি সবাই জানেন। অনেকদিন ধরেই একে-অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। আদর করে রোহান সৃজলাকে ডাকে ‘ডোরেমন’ নামে। কেননা অভিনেতা মনে করেন, তাঁর মনের সব খবর জানেন সৃজলা। আর সময় মতো সব কিছু হাজির করেন প্রেমিকের সামনে। এই যেমন অনেকদিন ধরে রোহনের মনটা আইফোন আইফোন করছিল। আর সেটা কেনার আগেই সৃজলার কাছ থেকে চলে এল সারপ্রাইজ গিফট হিসাবে। রোহন জানান, ‘ ‘ফাগুন বউ’ সিরিয়ালের প্রথম টাকা পেয়ে তাঁকে ফোন গিফট করে সৃজলা’।

Advertisements

উচ্ছেবাবুকে কেক খাওয়ানো ,ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ডিনার ডেট মিঠাইয়ের জন্মদিনের স্পেশ্যাল মুহূর্ত

   

সৃজলা ( Srijla guha ) গুহ বছর খানেক হল পা রেখেছেন টলিউডে। বহুদিন ধরে মডেলিং জগতের চেনা মুখ হলেও অভিনয়ে এলেন ‘ফাউন বউ’ দিয়ে। আর এসেই বাজিমাত। মন জয় করে নিয়েছেন দর্শকের। মন ফাগুন’-এর কেন্দ্রীয় চরিত্র তিনি। বিপরীতে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। সৃজলা ও শনের কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে এর মধ্যেই।

‘মন ফাগুন’-এ সৃজলাকে দেখে মুগ্ধ রোহন। জানিয়েছেন, ‘সত্যি কথা বলতে ও বাড়িতে বাংলায় খুব একটা কথা বলে না। সেখানে ধারাবাহিকে এত সুন্দর বাংলা বলতে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অভিনয় জগতে ও নিউকামার, কিন্তু কোথাও কোনও জড়তা নেই।’

ওস্তাদজিকে ভালবাসে পিলু ডাকে দৈব, এর পেছনে রয়েছে মজার কারন

সৃ্জলা জন্মসূত্রে হাফ মেক্সিকান। জন্মেছেন মেক্সিকোতে। ( Srijla guha ) তাঁর মা-ও মেক্সিকান। জন্মের পরেই এ দেশে আসা। বাবা কাজের সূত্রে উত্তরবঙ্গে থাকায় পড়াশোনা কনভেন্টে। তারপর কাজের সূত্রে আসেন কলকাতায়।