পিতৃদবসের শ্রীজাতকে চমক দিলেন দূর্বা

২০০৫ সালে বিয়ে করেন গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) এবং দূর্বা (Durba Bandyopadhyay)। সদ্য পালন করেছেন তাদের বিবাহবার্ষিকী। এরই মধ্যে শ্রীজাতকে পিতৃদিবসের দিনে (Father’s Day)…

srijato bandhopadhay

২০০৫ সালে বিয়ে করেন গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) এবং দূর্বা (Durba Bandyopadhyay)। সদ্য পালন করেছেন তাদের বিবাহবার্ষিকী। এরই মধ্যে শ্রীজাতকে পিতৃদিবসের দিনে (Father’s Day) উপহার দিলেন স্ত্রী।

রবিবার, , পিতৃদিবসের দিনে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শ্রীজাত (Srijato Bandyopadhyay)। ছবিতে তার কোলে দেখা যাচ্ছে একটি পোষা বেড়ালকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের জীবন বদলে দেওয়ার জন্য ধন্যবাদ, দূর্বা। “ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে স্ত্রীয়ের উপহার বেশ পছন্দ হয়েছে শ্রীজাতর। নিজেদের পোষ্যকে সন্তানের মতো বড় করবেন শ্রীজাত এবং দূর্বা।

Advertisements

ইতিমধ্যে মুক্তি পেয়েছে শ্রীজাত রচিত ‘পুষ্পা ২’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক এর বাংলা ভার্সন। শ্রীজাতর লেখা গানের কথা পছন্দ করেছেন তার অনুরাগীরা। এদিন তার পোস্ট করা ছবিতেও শুভেচ্ছে জানিয়েছেন তারা। একজন অনুরাগী মন্তব্য করেন, “এই সন্তানও থাকুক দুধে ভাতে। “