‘প্রাপ্তবয়স্ক’ সময় কালের সইফের ছবি পোস্ট করে ‘বিস্ফোরক’ শ্রীলেখা

বলিউড অভিনেতা সাইফ আলি খান (Saif Ali Khan) বৃহস্পতিবার ভোররাতে তার মুম্বাইয়ের বাসভবনে ছয়বার হামলা ও ছুরিকাঘাতের শিকার হন। বর্তমানে তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেতার…

Sreelekha Mitra shared her thoughts on the recent knife attack on Saif Ali Khan, reacting to the shocking incident. Read her post and stay updated on the latest developments in the case.

বলিউড অভিনেতা সাইফ আলি খান (Saif Ali Khan) বৃহস্পতিবার ভোররাতে তার মুম্বাইয়ের বাসভবনে ছয়বার হামলা ও ছুরিকাঘাতের শিকার হন। বর্তমানে তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেতার তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনার পর মুম্বাই পুলিশ তিনজনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ (police investigation) এখন নানা দিক দিয়ে তদন্ত করছে। এমনকি বাড়ির CCTV ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements

সইফ আলি খানের এই ঘটনায় উদ্বিগ্ন অন্যান্য তারকারা। এই খবর শোনার পর রীতিমতো আতঙ্কে টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । অভিনেত্রী তার সমাজ মাধ্যমে সইফের সঙ্গে ১৮ বছরের পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন “২০০৭ সালে ব্যাংককে শুটিংয়ের সময় … দাদা প্রদীপ সরকার পরিচালিত একটি প্রোজেক্ট। ঈশ্বর, না সইফ বেঁচে আছে। শুধু এই তথ্য ভাগ করে নিতে ইচ্ছে হল। জলি, উদ্যমী, চঞ্চল, চটকদার অথচ সরল সইফ।”

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আরও লেখেন,”তার চিরকালীন অপরিপক্ক বদমেজাজ সবাই জানে। কিন্তু, একবার অ্যাকশন শুনতে পেলেই এমনভাবে দাঁড়িয়ে যেত। যদি না আমার বিয়ে হত তখন, তাঁর ছেলেমানুষির আরও বেশি করে কদর করতে পারতাম। আজ মনে হয় তখন তাঁকে একটু বেশি ভালবাসা দিলে ভাল হত। ছোটে নবাব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।”

প্রসঙ্গত, গতকাল রাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে করিনা (Kareena Kapoor Khan) বেশ উদ্বিগ্ন হয়েই রাস্তায় ঘুরছেন। কারিনা কাপুরকে গোলাপী টি-শার্ট এবং পায়জামা পরা বাড়ির বাইরে তার কাজের মেয়েদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভিডিওতে তার সঙ্গে দুই নারী-পুরুষকে দেখা যাচ্ছে। বেশ বিরক্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। ভিডিওর শুরুতে তাকে এসব মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর পর তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। অভিনেত্রীর এই ভিডিওটি দেখায় যে তিনি খুব বিরক্ত এবং নার্ভাস। কারিনার কাজের মেয়েকেও ইশারার মাধ্যমে কিছু জানাতে দেখা যায়।

উল্লেখ্য, ঘটনার পর, বান্দ্রার সতগুরু শরণ সোসাইটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফ আলি খান (Saif Ali Khan) তার পরিবারসহ ১২ তলায় থাকেন। বিল্ডিংয়ে প্রবেশের জন্য বেশ কয়েকটি নিরাপত্তা চেকপয়েন্ট পার করতে হয়। যদিও সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তার উপস্থিতি ছিল, তবুও হামলাকারীকে থামানো সম্ভব হয়নি। এমনকি ছুরি হামলার পরেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। এই নিরাপত্তা ত্রুটিগুলি নিয়ে তদন্ত চলছে। পুলিশ পুরো বিষয়টি বিশদভাবে পরীক্ষা করছে।