দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা গেলো শ্রীলেখা মিত্রকে (sreelekha mitra)। জাতীয় পুরস্কার প্রাপ্ত আদিত্য বিক্রম সেনগুপ্তের পরিচালনায় ‘মায়ানগর’ (Mayanagar) ছবির হাত ধরে আবারও সিনেমাপ্রেমীদের সামনে হাজির হলেন তিনি। ২০২১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। কিন্তু ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে মুক্তি পেয়েছিল ‘মায়ানগর’।
কিন্তু মুক্তির এক সপ্তাহ যেতে না যেতেই বন্ধের মুখে শ্রীলেখা মিত্রের ‘মায়ানগর’(Mayanagar) । অভিনেত্রী নিজেই তার সমাজ মাধ্যমে জানিয়েছেন। শ্রীলেখা (sreelekha mitra) লিখেছেন, ‘শো বন্ধ হয়ে যেতে পারে মনে হচ্ছে দর্শকের পজিটিভ রিভিউ সত্বেও! দয়া করে আজই দেখে নিন।’ অভিনেত্রী বন্ধের কারণ হিসাবে ডিস্টিবিউটার কথা উল্লেখ করেছেন।
শ্রীলেখার (sreelekha mitra) পোস্টে তার ভক্তরা হতাশা প্রকাশ করেছেন, একজন ভক্ত লিখেছেন ‘কেন?বন্ধ কেন হবে? আমি কাল দেখেছি। সাউথ সিটিতে। দারুণ হয়েছে।’ অন্য একজন লিখেছেন ‘এই ভয়টা পাচ্ছিলাম,আমি দুবার দেখলাম.. পারলে আবারও দেখবে।’ আরেকজন লিখেছেন ‘এ বাবা দেখা হবেনা.. নানা একদম বন্ধ হবে না’ অন্যজন লিখেছেন,’কী অদ্ভুত ব্যাপার। ভালই তো চলছে। আমি সোমবার বিকেলে লেক মলে দেখেছি। উইকডে তবু আদ্ধেক হল ভরা ছিল। এত তাড়াতাড়ি হল থেকে তুলে নেবে কেন? মিনিমাম দু সপ্তাহ তো রাখাই উচিত। ‘
‘মায়ানগর’ (Mayanagar) ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু ও শ্রীলেখা মিত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, সত্রাজিৎ সরকার, ঋতিকা নন্দিনী শিমু, অরিন্দম ঘোষ, ত্রিদিব সেনগুপ্ত, ও নবাগত শায়ক রায়। কলকাতাকে ঘিরেই গাঁথা হয়েছে ছবির গল্প।
গত শুক্রবার ছবির প্রিমিয়ারের সময় আবেগপ্রবণ হয়ে শ্রীলেখা মিত্র বলেন, “আমি নতুন করে নিজেকে প্রমাণ দেওয়ার পরীক্ষায় পাস করলাম। ফেল তো করবই না, পাস তো করবই। কিন্তু কীভাবে পাস করলাম, সেটা মনে হয় গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, “মাঝে অনেকগুলো বছর কেটে গিয়েছে, অনেক দিন ধরে আমি অপেক্ষা করে ছিলাম ছবিটা কবে মুক্তি পাবে। বারবার মুক্তির কথা হয়েছিল কিন্তু পিছিয়ে গিয়েছে, তখন খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম।”
তিনি ছবির গল্প নিয়ে বলেন, “‘মায়ানগর’ আমার একার ছবি নয়। এই ছবির মূল চরিত্র হল কলকাতা শহর। শহরের মধ্যে থাকা কিছু মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যারা এই পরিবর্তনশীল কলকাতায় থমকে গিয়েছে, যারা বদলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না।”
শ্রীলেখা মিত্র আরও বলেন, বর্তমানে বাংলা ছবির মান অনেক উন্নত হয়েছে। কিন্তু ‘মায়ানগর’ অন্যরকম এক গল্প বলবে। বর্তমান রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষাপটে। তিনি বলেন, “এই ছবির মধ্যে ভারতীয় সমাজের বিভিন্ন দিক উঠে আসবে, বিশেষ করে কলকাতার পরিবর্তনশীল চেহারা।”
বিশ্ব চলচ্চিত্র মহলে বাংলা সিনেমার আরও একটি গৌরবময় মুহূর্ত হিসেবে, শ্রীলেখা ‘মায়ানগর’-এর মাধ্যমে ২০ বছর পর আবারও আন্তর্জাতিক দুনিয়ায় বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, “ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের ছবির প্রিমিয়ার হয়েছিল, ভারত থেকে সে বছর একটাই ছবি নির্বাচিত হয়েছিল, আর সেটা ছিল আমাদের ছবি। তখন ছবির নাম ছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ আর এখন ছবির নাম ‘মায়ানগর’।”