Srabanti Chatterjee: লাল লেহেঙ্গায় রূপবতী হয়ে রিল দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে বাংলার কোকাকলা লেডি 

৭০ এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন অভিনীত ‘দ্য গ্রেট গ্ল্যামবার’ সিনেমার সেই বিখ্যাত গান ‘দো লাফাজো কি হেয়’ গানটি বর্তমানে আবার নতুনভাবে তৈরী করা…

Srabanti Chatterjee: লাল লেহেঙ্গায় রূপবতী হয়ে রিল দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে বাংলার কোকাকলা লেডি 

৭০ এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন অভিনীত ‘দ্য গ্রেট গ্ল্যামবার’ সিনেমার সেই বিখ্যাত গান ‘দো লাফাজো কি হেয়’ গানটি বর্তমানে আবার নতুনভাবে তৈরী করা হয়েছে। বর্তমানে এই গানের রিল করতে দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী(Srabanti Chatterjee)।

ইদানিংকালে, বলিউডের এক অভিনেত্রী মোহোমায়ার জাল আবারও বিস্তার করতে শুরু করেছে বাংলার দর্শকদের মধ্যে। লাল রঙের লেহেঙ্গায় ও টিউব ব্লাউজে লাসময়ী রূপে দর্শকের কাছে ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। স্লোমো ভিডিও দিয়ে পুরুষদের নিজের দিকে আকর্ষিত করছেন অভিনেত্রী।

   

https://www.instagram.com/reel/ClAlIuipk3Y/?igshid=MDJmNzVkMjY=

অভিনেত্রীর রূপের ছটায় নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনেত্রীর এই রিলে লাইক পড়েছে ৯হাজারের গন্ডি। অভিনেত্রী ১৯৯৭সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে, ২০০৩ সালে ‘রক্ষক’ সিনেমার মাধ্যমে আবারও অভিনেত্রী তার অভিনয় যাত্রা শুরু করেন এবং এরপর থেকে একে একে অভিনেত্রী দর্শকদের অগুনীত সিনেমা উপহার দিয়ে এসেছে।

Advertisements