Srabanti Chatterjee: জিতু কমলের সঙ্গে প্রেম করছেন? মুখ খুললেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা নাকি বাড়িতে থাকতেই ভীষণ ভালোবাসেন। অভিনেত্রীর কথায়, ‘পুরোপুরি সংসারী মানুষ আমি।’ শুটিং না থাকলে পোষ্যদের সঙ্গে, দিদিদের…

Srabanti Chatterjee, Jeetu Kamal, Tollywood

short-samachar

শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা নাকি বাড়িতে থাকতেই ভীষণ ভালোবাসেন। অভিনেত্রীর কথায়, ‘পুরোপুরি সংসারী মানুষ আমি।’ শুটিং না থাকলে পোষ্যদের সঙ্গে, দিদিদের সঙ্গে, ছেলের সঙ্গে বাড়িতেই সময় কাটান। শুটিং থেকে ছুটি পেলে মা ও বাবার সঙ্গে ঘুরতে চলে যান। মা বাবার বয়স হয়েছে। তাই এই সময়টা তাঁদের পাশে থাকতে চান অভিনেত্রী। অভিনেত্রী নিজের পরিবারকেই প্রথম রাখেন নিজের জীবনে। তাহলে তাঁর বার বার সংসার ভাঙা নিয়ে যে ভীষণ সমালোচনা চলে, সেটা কীভাবে সামলে নেন তিনি।

   

এরই উত্তর দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বসে অভিনেত্রী জবাব দিয়েছেন, ‘সত্যি কথা বলতে, খারাপ লাগে। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। যথেষ্ট লড়াই করে এই জায়গায় এসেছি।’ এরপরেই টলিউডের দেবী চৌধুরানি স্পষ্ট ভাষায় আক্ষেপ করে বললেন, নেটিজেনরা, কিংবা আমজনতা এই যে তাঁর স্ট্রাগলের কথা না ভেবে সমালোচনা করতে থাকেন। এটা তিনি একেবারেই মেনে নিতে পারেন না। অভিনেত্রী শ্রাবন্তীর এক বাক্যে উত্তর, ‘সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না, জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে।’

তাহলে কী জিতু কমলের সঙ্গে নিজের প্রেমের প্রসঙ্গ একেবারেই নাকচ করতে চান অভিনেত্রী। শ্রাবন্তীর এ প্রসঙ্গেও সাফ উত্তর, ‘আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে। আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। লোকে অনেক কিছুই ভাবে। আমি তো জানি সত্যিটা কী!’ এরপরেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রেম, ভালবাসা, সবই তাঁর অভিনয়কে ঘিরেই। তিনি এখন সিঙ্গলই রয়েছেন।