Chiranjeevi : কলকাতার রাজপথে ট্যাক্সি চালাচ্ছেন দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী

দক্ষিণের মেগা সুপারস্টার চিরঞ্জীবী (superstar Chiranjeevi ) কলকাতার ভিক্টোরিয়ায় ‘ভোলা’র শ্যুটে এসেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তেলুগু ছবি ‘ভোলা শঙ্কর’-এর শ্যুট চলছে। চারদিকে ভিড়। প্রচণ্ড ব্যস্ত তারকার ঝলক দেখা গেল

Chiranjeevi shoots for movie in Kolkata Victoria

দক্ষিণের মেগা সুপারস্টার চিরঞ্জীবী (superstar Chiranjeevi ) কলকাতার ভিক্টোরিয়ায় ‘ভোলা’র শ্যুটে এসেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তেলুগু ছবি ‘ভোলা শঙ্কর’-এর শ্যুট চলছে। চারদিকে ভিড়। প্রচণ্ড ব্যস্ত তারকার ঝলক দেখা গেল দূর থেকে।

গ্যাংস্টার-ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। ট্যাক্সি- চালকের নীল রঙের পোশাক পরে দেখা গেল তারকাকে। চিরঞ্জীবীর চারদিকে দেহরক্ষীরা তাঁকে ঘিরে রেখেছেন। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন তমান্না ভাটিয়া।

কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় রাস্তার মাঝেই ক্যামেরা পেতে শ্যুট চলছে । কলকাতার প্রেক্ষাপটে মেহের রমেশ পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই হলুদ ট্যাক্সিতে তাঁর বসে থাকার ছবি দেখেই উৎসাহিত অনুরাগীমহল। খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতায় কাজ শুরু করবেন অভিনেতা। পরিকল্পনা মতোই কাজ শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত শ্যুট চলবে এই শহরে।

সূত্রের খবর, তমন্না থাকবেন চিরঞ্জীবীর বিপরীতে। কীর্তিকে দেখা যাবে অভিনেতার বোনের ভূমিকায়। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি ময়দান, কালীঘাটের মতো জায়গাতেও হবে ছবির শ্যুট।