Sourav Ganguly: ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কলকাতায় কর্মরত। সানাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। মাঝেমধ্যেই দাদাগিরির মঞ্চে কন্যার কথা জিজ্ঞেস করলে তাঁর নানান দুষ্টুমির কথা সকলের সঙ্গে শেয়ার করেন দাদা। নিজের প্রাণের প্রিয় কন্যার বিয়ে নিয়েও নিশ্চয়ই অনেক কিছুই ভেবে রেখেছেন সৌরভ গাঙ্গুলী। এই বিষয়েই ‘দাদাগিরি’র মঞ্চে একটি প্রশ্ন করেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
বর্তমানে দাদাগিরি সিজন ১০ চলছে। মাঝেমধ্যেই দাদাগিরির মঞ্চে তারকাদের আগমন ঘটে। এমনই একটি অতিথি হিসেবে খেলতে আসেন অভিনেত্রী দেবলীনা দত্ত সহ আরো অনেক অভিনেতা-অভিনেত্রী। এমনিতেই সকলের সঙ্গে খেলার মাঝে হাসি ঠাট্টা করেন সৌরভ। অংশ গ্রহণকারীরাও নানান প্রশ্ন করেন দাদাকে। সেই রকমই একটি প্রশ্ন দাদার দিকে ছুঁড়ে দেন দেবলীনা। সৌরভের কাছে জানতে চেয়েছিলেন, মেয়ের জন্য স্বামী নির্বাচন করার সময় তাঁকে কোন প্রশ্নটি করবেন ‘মহারাজ’!
Black Out Day: ভালোবাসার দিনে পুলওয়ামার ৫ বছর
সৌরভ (Sourav Ganguly) মিটিমিটি হেসে প্রশ্নটি বলেন। তিনি বলেছিলেন, আমেরিকার কোন শহরে প্রথমে নতুন বছর উদযাপন করা হয় এবং তারপর বড়দিন। তা শুনে সবাই খুব অবাক হয়েছিলেন। আসলে অভিনেত্রী দেবলীনাকে এই প্রশ্নটি গুগলি রাউন্ডে করেছিলেন সৌরভ। দেবলীনা উত্তর দিতে না পারায় লাইফলাইন ব্যবহার করেছিলেন। তাতে উত্তর এসেছিল, আমেরিকার সব শহরেই প্রথমে নতুন বছর উদযাপন করা হয়, তারপরে বড়দিন।