HomeEntertainmentজল্পনা উড়িয়ে দাদার রিসেপশনের দিন হাজির সৌরভ

জল্পনা উড়িয়ে দাদার রিসেপশনের দিন হাজির সৌরভ

- Advertisement -

৫৯ বছর বয়সে তাঁর বহু দিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যের (Arpita Chattopadhyay) সঙ্গে আইনি বিয়ে সারেন স্নেহাশিস। বেহালার বিখ্যাত মঙ্গলচণ্ডী ভবনের পরিবর্তে যে ফ্ল্যাটে অর্পিতাকে নিয়ে থাকেন স্নেহাশিস, সেখানেই বসেছিল বিয়ের আসর। প্রকাশ্যে এল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদা স্নেহাশিস গাঙ্গুলির (Snehasish Ganguly) রিসেপশনের ছবি। বুধবার অনুষ্ঠিত হয় তাঁর এবং তাঁর বহুদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যের (Arpita Chattopadhyay) রিসেপশন। সেখানে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলীও। ২১ জুলাই দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়েছিলেন স্নেহাশিস।

সম্প্রতি স্নেহাশিস এবং অর্পিতার রিসেপশনের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়াতে। রিসেপশনের দিন সাদা পাজামা এবং পাঞ্জাবি পড়েছিলেন স্নেহাশিস। তাঁর স্ত্রী অর্পিতা পরেছিলেন গোলাপী রঙের একটি শাড়ী এবং সবুজ ডিসাইন করা একটি ব্লাউজ। তাঁর চুল বাধা ছিল খোঁপায় এবং তাঁর গলায় ছিল আমেরিকান ডায়মন্ডের নেকলেস। সেই ছবিতে দেখ আগেছে সৌরভকেও। কালো শার্ট প্যান্ট পড়ে আছেন তিনি। দাদার আইনি বিয়ের দিন আইসিসির বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যান সৌরভ। সেই কারণেই দাদার খুশিতে সামিল হতে পারেননি তিনি। তবে ৭ই আগস্ট স্নেহাশিস-অর্পিতার গ্র্যান্ড রিসেপশনে হাজির ছিলেন তিনি।

   

বাগদান সারলেন নাগ চৈতন্য ও শোভিতা ধুলিপলা

প্রসঙ্গত, বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি (CAB President) পদে বর্তমানে রয়েছেন স্নেহাশিস (Snehasish Ganguly) । সিএবি-র সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। তাঁর উদ্যোগেই হয়েছে গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার । তাঁর সভাপতিত্বে বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগও ।

স্নেহাশিস গাঙ্গুলি (Snehasish Ganguly) একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদার হাত ধরেই ক্রিজে পা রাখেন সৌরভ। স্নেহাশিসের সৌজন্যে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল। ১৯৯০ সালে স্নেহাশিস চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। ভাইয়ের মতোবাঁ-হাতে ব্যাট করলেও ডানহাতি বোলার ছিলেন স্নেহাশিস।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular