আরও একটি বসন্ত পার হয়ে গেল। তিনি বলছেন জীবনে তেমন কেউ স্পেশ্যাল এখনও আসেনি। কিন্তু তাতে কি। মিঠাই যে সবার কাছে স্পেশ্যাল। তাই রিল টু রিয়েল ফ্যামিলি সবাই জমিয়ে পালন করলেন সৌমিতৃষার জন্মদিন। রুফ টপ রেস্তোরাঁর ছাদ সেজে উঠেছিল লাল-সাদা বেলুনে। তার মাঝে লাল শাড়ি পরে একেরপর এক কেক কেটে চলেছে মিঠাই রানি। ব্যাকগ্রাউন্ডে ‘হ্যাপি বার্থ ডে গুবলু’ বলে গান গাইছেন আদৃত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিঠাইয়ের জন্মদিনের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, কেক কেটে প্রথম ভাগটা আদৃতের মুখেই তুলে দিচ্ছে সৌমিতৃষা (Soumitrisha Kundu) ।
Byomkesh: চার বছর পর নতুন চমক নিয়ে অরিন্দমের ব্যোমকেশ
তবে শুধু রিল পরিবারের নয় রিয়েল ফ্যামিলির সঙ্গেই জন্মদিন জমিয়ে পালন করেছেন তিনি। রুফ টপ রেস্তোরাঁ থেকে সোজা চলে আসেন আওধ-এ। যেখানে অভিনেত্রীর জন্য ওয়েট করছিলেন তাঁর বাবা- মা ও প্রিয় দুই বন্ধুল ইন্ডাস্ট্রিতে সৌমিতৃষার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম শুভ্রজিত সাহা আর সায়ক চক্রবর্তী- তাঁদের নিয়ে শহরের এক আওয়াধি রেস্তোরাঁয় জমিয়ে খানাপিনা সারলেন সৌমিতৃষা। এদিন ছিল নো-ডায়েট। তাছাড়া খেতে নাকি ভীষণ ভালবাসে মিঠাই। আর মিষ্টি তার প্রিয় খাওয়ার।
Khela Jawkhon: বসন্তে সুখবর দিল ‘গোরা ও পুপে’
https://www.instagram.com/tv/CaX1vR-BlnC/?utm_medium=copy_link
’মিঠাইতে এখন ভরপুর বসন্ত। প্রেমের জোয়ারে ভাসছে মিঠাই ও তাঁর উচ্ছেবাগত বৃহস্পতিবার ছিল মিঠাই রানি অর্থাৎ সৌমিতৃষার জন্মদিন ( Soumitrisha Kundu) ।। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নিজের জন্মদিনটা পরিবার এবং বিশেষ মানুষদের সঙ্গে নিয়ে সেলিব্রেট করলেন মিঠাই রানি। বার্থ ডে গাার্লের জন্য একের পর এক সারপ্রাইজ আসতেই লাগল।বু। সিদ্ধার্থ যে মিঠাই রানির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা জানতে আর বাকি নেই। প্রেম-বিয়ে এসবে এখন ভরপুর বিশ্বাসী সিদ্ধার্থ। মিঠাই রানি যে দাদুর নাতিকে পুরো পুরি বদলে দিয়েছে তাও ধরা পড়েছে ক্যামেরায়। আই লাভ ইউ বলে দিয়েছে উচ্ছেবাবু।