Mithai: মিঠাই-এর সঙ্গে নববর্ষ পালন করলেন দেব

বাঙালির বর্ষবরণ মিষ্টি ছাড়া এক্কেবারে ফিকে। তাই বছরের শুরুটা বাংলার সুপারস্টার করলেন মিঠাই-এর সঙ্গে। যদিও এই মিঠাই ( Mithai ) শরীরে ক্যালোরি বাড়ায় না, কিন্তু…

dev with mithai

বাঙালির বর্ষবরণ মিষ্টি ছাড়া এক্কেবারে ফিকে। তাই বছরের শুরুটা বাংলার সুপারস্টার করলেন মিঠাই-এর সঙ্গে। যদিও এই মিঠাই ( Mithai ) শরীরে ক্যালোরি বাড়ায় না, কিন্তু মনেকে করে তোলে এক্কেবারে সুগারি। জি বাংলা বাঙালি পার্বনে সবসময়েই দর্শকদের জন্য নতুন কিছু উপহার নিয়ে আসে। ‘বর্ষবরণ ১৪২৯’ তার অন্যথা নয়।

এবছর নববর্ষে চাঁদের হাট বসে ছিল জি বাংলায়। হাজির হয়েছিলেন টেলি পাড়ার একাধিক চেনা মুখ। সঙ্গে সুপারস্টার দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়। গঙ্গাবক্ষে ভেসে যেতে যেতে একঝাঁক তারকাদের নিয়ে নাচে গানে বাংলা নববর্ষের উদযাপন করলেন তারা, যা টেলিভিশনে এই প্রথমবার।

   

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে ‘কৃষ্ণকলি’

জি বাংলার পক্ষ থেকে তাদের নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে। যার মধ্যে রয়েছে কিছু চমক যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। তালিকার রয়েছে, মিঠাই ( Mithai ) দেবের নাচ, গঙ্গাবক্ষে, ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য। সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন। মিলবে সবই। যা দর্শকদের কাছে একদমই নতুন ও আকর্ষণীয়। এছাড়াও এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সুপারস্টার দেব। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জি বাংলার ধারাবাহিকের প্রধান চরিত্ররা। মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা, ত্রিনয়নী ধারাবাহিকের শ্রুতি ও পিলু ধারাবাহিকের মেঘা দাঁ সহ বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়কেও এই দিন দেখা যাবে অনুষ্ঠানে। সুতরাং বলা যেতে পারে জি বাংলার বর্ষবরণ অনুষ্ঠানে এবছর বসতে চলেছে চাঁদের হাট।

মাত্র ৫ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

অনুষ্ঠানের মঞ্চে দেব ও মিঠাই কে নাচ করতে দেখার পাশাপাশি জি বাংলার বর্ষবরণ গানে আড্ডায় ভরিয়ে দিতে সঙ্গে থাকবেন ইমন চক্রবর্তী, চন্দ্রবিন্দু, ভূমি, সোমলতা, বাবুল সুপ্রিয় ও আরও অনেকে। সুতরাং বোঝাই যাচ্ছে অনুষ্ঠানটি কতটা আকর্ষণীয় হতে চলেছে। যাই হোক বর্ষবরণের এই জমকালো অনুষ্ঠান দেখা যাবে ১৭ এপ্রিল।