Soumitrisha: দেব-রুক্মিণী ‘কিসমিসে’ মিঠাইয়ের চমক

নববর্ষ দেখা ‘কিসমিস’-এ হল মিষ্টি মুখ। জি-বাংলা বর্ষবরণ উৎসবে গিয়ে সুপারস্টার দেবের সঙ্গে আলাপ হয় মিঠাই-এর। তারপর কাউকে না জানিয়ে, দর্শকদের চমক দিয়ে সোজাসুজি ‘কিসমিস’-এ…

soumitrisha-at-kishmish-premiere

নববর্ষ দেখা ‘কিসমিস’-এ হল মিষ্টি মুখ। জি-বাংলা বর্ষবরণ উৎসবে গিয়ে সুপারস্টার দেবের সঙ্গে আলাপ হয় মিঠাই-এর। তারপর কাউকে না জানিয়ে, দর্শকদের চমক দিয়ে সোজাসুজি ‘কিসমিস’-এ এন্ট্রি। তবে ‘কিসমিস’ পর্দায় সৌমিতৃষাকে (soumitrisha) আবার খুঁজতে যাবে না। কারণ ছবি নয় ‘কিসমিস’ প্রিমিয়ারে হাজির ছিলেন মিঠাই। বাংলা ছবির সাফল্যের কামনায় এদিন দেবের পাশে ছিলেন তিনি।

Advertisements

এবছর জন্মদিনে ছেলে কবীরের থেকে সেরা গিফট পেল কোয়েল

   

সৌমিতৃষা জানান, ‘আজ শ্যুটিংয়ে তাঁর ডে শিডিউল, লাস্ট মোমেন্ট-এ জানতে পেরে গিয়েছিলেন ‘কিসমিস’ প্রিমিয়ারে। তবে আপশোষ গোটা সিনেমা তিনি দেখতে পারবেন না। শ্যুটিংয়ের কলটাইময়ের জন্য। তবে অভিনেত্রী কথা দিয়েছেন পরে তিনি টিকিট কেটে পুরো সিনেমা দেখা দেব-দাকে জানাবে কেমন লেগেছে ‘কিসমিস’।

মুক্তির আগেরদিন অনুরাগীদের বড় চমক দিলেন জিৎ

এদিন কিসমিস প্রিমিয়ারে হাজির ছিলেন মিঠাইয়ের বেস্টফ্রেন্ড সায়ক। সায়ক-এর কথায়, আমি জানতাম না ও আসছে। তাই প্রথমে দেখে চমকে গিয়েছিলাম। সায়ক আরও বলেন, ‘মিঠাই’-এর ‘কিসমিস’ সিনেমার গান ‘অবশেষে’ মনে ধরেছে। সবসময় নাকি একই গান শুনে চলেছেন সে।’