Soumili: পরকীয়ায় জড়িয়েছেন সৌমিলি, সুজয় প্রসাদের ভুয়ো খবরে সপাটে অন্য জবাব নায়িকার

Soumili

Soumili: ‘কেউ যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, কম্প্রোমাইজ না করতে চায় ইন্ডাস্ট্রিতে তাঁদের লড়াইটা আরও শক্ত হয়ে যায়। যিনি এই বিষয়টা ছড়িয়েছেন, সুজয়প্রসাদ (চট্টোপাধ্যায়) তিনি কিন্তু আমার বন্ধু আর যাঁকে নিয়ে ছড়িয়েছেন অর্ণবদা (বন্দ্যোপাধ্যায়) তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। আমার থেকে অনেকটাই বড়। আমি থাঙ্কমণি কুট্টির কাছে নাচ শিখেছি, তারপর আমার নাচটা পলিস করেছন অর্ণবদা। তাই তিনি আমার গুরুস্থানীয়। আজও মঞ্চে ওঠার আগে আমি ওঁনাকে প্রমাণ করি’।

Advertisements

আসলে বেশ কিছুদিন ধরেই সৌমিলির পরকীয়ায় গুঞ্জন উঠেছিল। সুজয় প্রসাদের তরফে শোনা গিয়েছিল এমনটাই। তারই উত্তরে এদিন সৌমিলি সাফ জানালেন, ‘আমি জানি না। ও ইয়ার্কি করতে ভালোবাসে। আমাদের এক শো-এর দিন একজন আমাদের নিয়ে পোস্ট করেছিল। সেখানে কমেন্ট বক্সে সুজয় লিখেছিল-‘সৌমিলি না থাকলে অর্ণব অনুষ্ঠান করবে না‌। তাই কোনো উপায় নেই। শুনলাম এবার দুজনেই বিয়ে করবে।… আমি সেটা জানতামও না। নাচের অনুষ্ঠানের দিন জানোই মানুষ কতটা ব্যস্ত থাকে। রাতে অনুষ্ঠান শেষে একজন বলছে, সুজয় আজ যা ছড়িয়েছে না…. তখন সুজয় আমার সামনে বসে খাচ্ছে। আমি জানতে চাই কী হয়েছে? অর্ণবদা বলেছিল যা হওয়ার হয়ে গিয়েছে ছেড়ে দাও’।

Advertisements

উল্লেখ্য, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম সৌমিলি ঘোষ বিশ্বাস। স্বনামধন্য নৃত্যশিল্পী তিনি। পেশায় ব্যাঙ্ককর্মী অয়ন ঘোষের স্ত্রী। গুঞ্জন উঠেছিল নাকি নৃত্যিশিল্পী অর্ণব বন্দোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। কথাটা বলেছিলেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। এবার সেই বিষয়েই মুখ খুললেন তিনি। আরও বললেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই বিষয়গুলো নিয়ে আমার স্বামী, যে আমার সবচেয়ে বড় বন্ধু বা আমার শ্বশুর-শাশুড়ি কোনওদিন প্রশ্ন করেনি।’