Shakib Khan: এবার বলিউডের নায়িকার সঙ্গে রোমান্স শাকিব খানের

বেশকিছু দিন ধরেই শাকিব খান আলোচনায় আছেন। শোনা গিয়েছিল পর্দায় শাকিব খান এবার রোমান্স করবেন বলিউডের নায়িকার সঙ্গে। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কম ছিল না। শুরুতে শাকিবের বিপরীতে অভিনয় করতে পারে এমন সম্ভাব্য বলিউড নায়িকার মধ্যে ছিল শেহনাজ গিল, নেহা শর্মা, প্রাচী দেশাই, জারিন খানের নাম। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢালিউড সিনেমা ‘দরদ’-এ জারিন খান নয় অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

বলিউডে সোনাল পরিচিত ও জনপ্রিয় একটি মুখ। বলিউডে প্রায় ১৮টিরও বেশি সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সর্বশেষ তাকে দেখা যায় ‘আদিপুরুষ’ সিনেমায়। মিডিয়ায় এসকে মুভিজ সোনালের ঢালিউড সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও নায়িকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি।

   

মাস কয়েক আগে পরিচালক অনন্য মামুন ঘোষণা দেন, শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ করবেন। ছবির নাম ‘দরদ’। বেনারসে এর শুটিং শুরু হবে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক।অবশেষ সেই নাম সামনে এল।

অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন সোনাল চৌহান। তবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ।

এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে ‘দরদ’ প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অবশ্য সিনেমাটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি শাকিব খান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন