Sohini Sengupta: ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করে কেমন আছেন সোহিনী

Sohini Sengupta

সোহিনী সেনগুপ্তর (Sohini Sengupta) সঙ্গে অভিনেতা সপ্তর্ষির প্রেম-বিয়ে নিয়ে নানা চর্চা লেগেই রয়েছে। এর একমাত্র কারণ বোধ হয় নিজের বয়সের চেয়ে ১৪ বছরের ছোট সপ্তর্ষি মৌলিককে বিয়ে করেছেন সোহিনী। রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা সোহিনী অভিনয় জগতের সুপরিচিত মুখ। নান্দীকর নাটকের দলেও তিনি অভিনয়ের মধ্যে দিয়ে নিজের পরিচিত অর্জন করেছেন।

নান্দীকর দলেরই আরেক অভিনেতা সপ্তর্ষির সঙ্গে বিয়ে হয় সোহিনীর। তবে অনেকটা ছোট সপ্তর্ষিকে বিয়ে করেছেন বলে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা হতে দেখা যায় নানা মহলে। এর আগেও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে সোহিনী ও সপ্তর্ষিকে। আরও দুজন একসঙ্গে মুখ খুললেন। এক সংবাদ মাধ্যমকে তাঁরা জানিয়েছেন, দুজনের মনের মিলের কারণেই তাঁদের মধ্যে প্রেম হয়েছে। সোহিনীর কথায়, ‘কিছু মিল আছে বলেই তো প্রেম হয়েছিল। প্রেম হওয়ার পর আমরা পরস্পরের জন্য পাল্টে গেছি ব্যাপারটা সেরকম নয়। মিল ছিল বলেই প্রেম হয়েছিল।’

   

নিজেদের প্রেমের কথা দুই পরিবারের কাছে লুকিয়ে রাখেননি সোহিনী। সপ্তর্ষির ঠাম্মার কাছে নিজেই আগ বাড়িয়ে জানিয়েছিলেন নিজের প্রেম কাহিনি। সোহিনী জানিয়েছেন, ‘ঠাম্মার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন তাঁর ৮৯ বছর বয়স। ঠাম্মাকে বলেছিলাম, আমরা ভেবেছি বিয়ে করব। আমি ওর থেকে ১৪ বছরের বড়।’

এত ছোট নাতিকে বিয়ে করার কথা শুনে কী বলেছিলেন সপ্তর্ষির ঠাম্মা? সোহিনী জানিয়েছেন, ‘ততে উনি বলেছিলেন, আমার মায়ের মা ফরিদপুরে মহিলা পত্রিকা চালাতেন। আমি সেই বাড়ির মেয়ে। তাই আমাকে এসব কথা বোলো না। যদি ভালোবাসা থাকে তাহলে বিয়ে কর। কিন্তু হঠাৎ করে কালকে মনে হবে পরস্পর পরস্পরকে ছেড়ে দিলে, আর ভালো লাগছে না, এই সব কোরো না।’

কিন্তু পরস্পরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি সোহিনী ও সপ্তর্ষি। বরং বিয়ের পরও দুজন চুটিয়ে কাজ করছেন একসঙ্গে। সপ্তর্ষির ঠাম্মার কথা স্মরণ করে সোহিনী বলেছেন, ‘এরই মধ্যে দিয়ে আমাদের প্রেমটা হয়েছে।’ সপ্তর্ষি বয়সে ১৪ বছরের ছোট হলেও সম্পর্ক দিব্যি টিকিয়ে রেখেছেন সোহিনী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন