শুক্রবার লন্ডনে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনেত্রী ম্যাগি স্মিথ(Maggie Smith)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর । অভিনেত্রী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দুই ছেলে ক্রিস লারকিন এবং টবি স্টিফেনস। অভিনেত্রীর পরিবারের দাবি, মৃত্যুর সময় অভিনেত্রী তাঁর প্রিয়জনদের সঙ্গেই ছিলেন।
পাশাপাশি তাদের মাকে এত সুন্দরভাবে যত্ন নেওয়ার জন্য হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ক্রিস এবং টবি। পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় “ডেম অর্থ্যাৎ ম্যাগী স্মিথ লন্ডনের একটি হাসপাতালে মারা গিয়েছেন। ডেম দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রেখে গিয়েছেন। তিনি খুব ভালো মা এবং দাদী ছিলেন। তিনি তার সময়ের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন। পর্দায় তাঁর অভিনয় ছিল নজরকাড়া। তিনি সবসময় আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন।”
উল্লেখ্য, অভিনেত্রী ম্যাগি স্মিথ তাঁর কর্মজীবন শুরু করে থিয়েটারের মাধ্যমে। ১৯৫৮ সালের মেলোড্রামা ‘নো হ্যোয়ার টু গো’-তে তাঁর প্রথম বাফটা মনোনয়ন পান। ১৯৬৯-এ তৈরি ছবি ‘দ্য প্রাইম অফ মিস জেন ব্রোডি’ ছবির মাধ্যমে সকলের নজরে আসেন অভিনেত্রী। এই ছবিতে তাঁর দারুন অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর অস্কারও পান। এরপর ‘ক্যালিফোর্নিয়া সুইট’ ছবির জন্য ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেত্রীর জন্যও অস্কার পুরস্কার জেতেন তিনি। হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ওঠেন ম্যাগী স্মিথ।
Advertisements
Advertisements
