Monday, December 8, 2025
HomeEntertainmentSingham Again: সিংহের মতো গর্জে উঠলেন বাজিরাও সিংহম! অজয়ের ফার্স্ট লুকসে কুপোকাত...

Singham Again: সিংহের মতো গর্জে উঠলেন বাজিরাও সিংহম! অজয়ের ফার্স্ট লুকসে কুপোকাত ভক্তরা

- Advertisement -

সিনেমাপ্রেমী মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অজয় দেবগনের (Ajay Devgan)  ছবি ‘সিংহম এগেইন’-এর জন্য। ইতিমধ্যেই এই ছবির অনেক সেলিব্রিটির লুকস প্রকাশ করা হয়েছে। এবার অজয় দেবগনের লুকস সামনে এল। ভক্তদের অপেক্ষার অবসান করে পরিচালক রোহিত শেঠি আজ অজয় দেবগনের ফার্স্ট লুক শেয়ার করেছেন।

রোহিত শেঠি অজয় দেবগনের লুক শেয়ার করে লিখেছেন- “সিংহ আতঙ্ক তৈরী করে কিন্তু আহত সিংহ ধ্বংস করে। সবার প্রিয় পুলিশ। ফিরছেন বাজিরাও সিংহম। সিংহম এগেইন।”

   

অজয় দেবগনের ‘সিংহম এগেইন’-এর ফার্স্ট লুক দেখে অভিভূত ভক্তরা। রোহিত শেঠির পোস্টে উঠেছে মন্তব্যের ঝড়। একজন লিখেছেন- সুপার স্যার। আরেকজন লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।

‘সিংহম এগেইন’ পরিচালনা করেছেন রোহিত শেঠি। এটি সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র। অজয় দেবগনকে বাজিরাও সিংহমের চরিত্রে দেখা যাবে। অজয়ের এই চরিত্রটি প্রতিবারই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। সিংহম এগেইন কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই দেখার বিষয়।

অজয় দেবগন ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে করিনা কাপুরকে। সম্প্রতি করিনার লুক শেয়ার করেছেন অজয়। ছবিটি শেয়ার করে অজয় লিখেছেন- প্রচণ্ড, শক্তিশালী আরও বাড়বে সিংহমের শক্তি। অবনি সিংহম। ছবিতে হাতে বন্দুক নিয়ে করিনাকে দেখা গিয়েছে এবং তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফকে।

‘সিংহম এগেইন’- ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ঐদিন আল্লু অর্জুনের পুষ্পা ২ রিলিজ করবে। দুটি চলচ্চিত্রই যে একে অপরকে জোর টক্কর দেবে তা বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular