প্রয়াত লতা মঙ্গেশকর

দীর্ঘ টানাপোড়েনের অবসান, আবারও একবার বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ২০০১ সালে…

প্রয়াত লতা মঙ্গেশকর

দীর্ঘ টানাপোড়েনের অবসান, আবারও একবার বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ২০০১ সালে তিনি ‘ভারতরত্ন’ পান। এর আগে তিনি ‘পদ্মবিভূষণ,’ ‘পদ্মভূষণ’, ‘দাদা সাহেব ফালকে’ পুরষ্কার সম্মান পান। 

 

তিনি একাধিক জাতীয় পুরষ্কার পেয়েছেন। ছোটবেলায় বাবার কাছে হাতেখড়ি হয় লতার। তাঁকে পথ দেখান বাবা দীনানাথ মঙ্গেশকর। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর থেকে পথ চলা শুরু হয় এই ভারতের নাইটেংলের। প্রথমবার রেডিওতে দুটি গান গেয়েছিলেন লতা। এরপর ১৯৪৮ সালে একটি মারাঠি ছবিতে প্লেব্যাক গাওয়ার সুযোগ পান লতা। এরপর ১৯৪৮ সালে হিন্দি সিনেমা মজবুর-এ গান গেয়ে সকলকে মাতিয়ে দেন লতা। 

Advertisements

এরপর ১৯৪৯ সালে মহল সিনেমায় তাঁর গলায় সুপারহিট গান রেকর্ড হয়। সেই সময়ে তাঁর গলায় শোনা যায় ‘আয়েগা আনেওয়ালা’। এরপর থেকেই তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। একের পর এক সুপারহিট গান সকলকে উপহার দেন লতা।