Sidhu Moosewala: মায়ের কোলে ফিরলেন সিধু! ছেলের জন্ম দিলেন মা চরণ কৌর

Sidhu Moosewala: ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন। অনেক কম বয়সে মা, বাবা, ফ্যানেদের সঙ্গ ছেড়ে চলে যেতে হয়েছিল। আবার জীবনে ফিরলেন তিনি।  মায়ের কোলে ছেলে হয়ে আবারও…

Sidhu Moosewala

Sidhu Moosewala: ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন। অনেক কম বয়সে মা, বাবা, ফ্যানেদের সঙ্গ ছেড়ে চলে যেতে হয়েছিল। আবার জীবনে ফিরলেন তিনি। 

মায়ের কোলে ছেলে হয়ে আবারও ফিরে এলেন সিধু মুসেওয়ালা। প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার বাড়িতে আবারও হাসির খবর মিলেছে। বাবা বলকাউর সিং রবিবার সকালে ছেলের জন্মের সুসংবাদটি তাঁর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। এই সুখবরের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দনের বন্যা বইছে। সিধু মুসেওয়ালার মা চরণ কৌর ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। জানা গিয়েছে তিনি IVF কৌশলের সাহায্যে দ্বিতীয়বার মা হয়েছেন। ছেলের জন্মের পর বলকাউর সিং শুধু তাঁর আগমনের সুসংবাদই জানাননি, মুখও দেখিয়েছেন আদুরে ছেলের।

এর সাথে তাঁর বাবা আরও একটি ভিডিও শেয়ার করেছেন ইতিমধ্যেই, যেখানে তাঁকে হাসপাতালের কর্মীদের সঙ্গে এই সুসংবাদটি উদযাপন করতে দেখা গিয়েছে। ওই ভিডিওতে আরও দেখা যায়, মা চরণ কৌর তাঁর ছেলেকে দেখে চোখের জল আটকাতে পারেননি। ঠিক যেন মনে হচ্ছে সিধু মুসেওয়ালার পুনর্জন্ম হয়েছে। একই সময়ে সেখানে নার্সের সঙ্গে ছেলের প্রথম জন্মদিন পালন করছিলেন বলকাউর সিং। ভাইরাল ভিডিওটি শেয়ার করে তিনি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন।

সিধুর পরিবার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের কাছ থেকেও অসংখ্য অভিনন্দন পেয়েছেন। এই ভিডিওতে বাবার সঙ্গে সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) ছবিও দেখা গিয়েছে, যাতে লেখা ‘লিজেন্ডস নেভার ডাই’।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by @jindal.heart.ivf