Shruti Das: ‘এবার দেখুন আমি তো আর আমার নাম বদলাতে পারবো না এই সমস্যার জন্য। ছদ্মনাম ব্যবহার করার মতো বড়ো মাপেরও কেউ নই তাই এই বিষয়গুলো খুব অদ্ভুত লাগে। আমি শ্রুতি দাসই থাকবো। দরকারে যাচাই করে নেবেন সেই শ্রুতি দাস সমাদ্দার কিনা! এটা একটু খেটে জেনে নেবেন প্লিজ।’ কেন হঠাৎ নিজের নাম বদলে দেওয়ার কথা তুললেন শ্রুতি। কোন সমস্যায় পড়েছেন তিনি! সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সবটা জানিয়ে ঠিক কী কী জানিয়েছেন তিনি। জানলে আপনিও কিন্তু আপনিও সমান অবাক হবেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় সবটা শেয়ার করে শ্রুতি দাস লিখেছেন, ‘আমার নামে, মানে শ্রুতি দাস নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি, সিরিজ করেন। ওঁর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছাবার্তা আসে, রিপোর্টারদের ফোন মেসেজ আসে। এক্স=প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল,বাদামী হায়নার কবলের সময়ও এক। এবার জুলি নামক ওয়েব সিরিজের ক্ষেত্রেও এক। আমিও চাই একের পর এরকম ছবি, সিরিজের আপডেট দিতে কিন্তু আমি যতক্ষণ না সেটা দিচ্ছি দয়া করে আপনারা আর আমায় এর মধ্যে জড়াবেন না না জেনেশুনে।’
অভিনেত্রীর এই পোস্টে সম্মতি জানিয়েছেন ফ্যানেরাও। লিখেছেন, আমিও যখন এক্স= প্রেম তারপর বাদামি হায়নার কাস্ট লিস্ট দেখি গুগলে তোমার ছবি দেওয়া দেখলাম ওনার জায়গায়। এই জন্যই কনফিউসন টা হচ্ছে । অন্য একজন ফ্যানের দাবি, Google এ search করলাম, এখানেও আপনার নাম এবং ছবি দেখাচ্ছে। এর মধ্যে শ্রুতির একজন কাছের মানুষও বলেছেন, তোর পরপর কাজ আসবেই, মিলিয়ে নিস আমার কথা এবং সেইদিন তোর নতুন ফ্যাল্ট এ গিয়ে দারুণ মজা করবো সবাই কে নিয়ে। বাংলাদেশ থেকেও শ্রুতিকে ভালোবাসার মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে একজন বলেছেন, আপু তুমি এতটা স্পষ্টভাষী আর এত যে সুন্দর করে গুছিয়ে কথা বল সত্যিই খুব ভালো লাগে।