Shreyas Talpade শ্রেয়স তলপড়ের হার্ট অ্যাটাকের কারণ কি কোভিশিল্ড, কী জানালেন অভিনেতা

shreyas talpare

তাঁর হার্ট অ্যাটাকের কারণ কি কোভিড ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া ? সেইরকমই ইঙ্গিত দিলেন অভিনেতা শ্রেয়স তলপড়ে!বুদ্ধির গোঁড়ায় একটু ধোঁয়া দিলেই মনে পড়বে ২০২৩ সালের ডিসেম্বরে শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়স তলপড়ে টানা ১০ মিনিট নাকি অভিনেতার হার্ট বন্ধ ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই নতুন জীবন পেয়েছেন শ্রেয়স। সেই বিষয়েই কথা বলতে গিয়ে পরোক্ষ ভাবে কোভিড ভ্যাক্সিনকেই দায়ী করলেন তিনি।

প্রসঙ্গত বলে রাখা ভাল কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করে নিয়েছে, তাঁদের ভ্যাকসিনে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এই ভ্যাকসিনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের সম্ভাবনা রয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে তাঁর হার্ট অ্যাটাকের জন্য সেই ভ্যাক্সসিনের প্রসঙ্গ তুলে আনেন।

   

সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ”আমি ধূমপান করি না। রেগুলার ড্রিঙ্কারও নই। মাসে হয়তো একবার ড্রিঙ্ক করলাম। এছাড়া আর কোনও তামাক নয়। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি। আমায় বলা হয়েছিল আজকাল এটাই স্বাভাবিক। এর চিকিৎসাও করিয়েছিলাম আর তাতে ফলও পেয়েছিলাম। যদি বাকি কারণ ধরি — ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, কিছুই তো নেই, তাহলে কারণ কী হতে পারে?” তাঁর মতে হয়ত কোভিড ভ্যাক্সিনের সাইড এফেক্ট থেকেই তাঁর হার্টের সমস্যা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন