বাথটবে উথলে পড়ছে উষ্ণতা, পুরুষদের রাতের ঘুম কাড়লেন শ্রাবন্তী

” তুমি যদি নিজেকে খুশি রাখতে চাও….শান্ত থাকো” এই উদ্ধৃতির মাধ্যমে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বাথরুম থেকে লাস্যময়ী ফটোশ্যুট করে পুরুষদের মনে শিহরণ জাগিয়েছে। বাথরুম…

” তুমি যদি নিজেকে খুশি রাখতে চাও….শান্ত থাকো” এই উদ্ধৃতির মাধ্যমে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বাথরুম থেকে লাস্যময়ী ফটোশ্যুট করে পুরুষদের মনে শিহরণ জাগিয়েছে। বাথরুম থেকে লাস্যময়ী ফটোশ্যুট করে আবারও একবার আলোচনার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী।

Advertisements

https://www.instagram.com/p/CjkHBclhLLG/?igshid=YjkyYjQxZDk=

   

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা তার ফটোশ্যুটের কিছু ফটো দেখে মন ঠিক রাখতে পারছে না পুরুষ দর্শকেরা। কার্যত, বাথরুমে বাথটবে কখনো বসে আবার কখনো শুয়ে ফটোশ্যুট করেছেন। অভিনেত্রীর পরনে রয়েছে কালো সিকোয়েন্স লং ড্রেস এবং লম্বা কানের দুল। সম্ভবত, সাম্প্রতিককালে অভিনেত্রী সেই অর্থে কোন সুপারহিট সিনেমা দর্শকদের প্রদান করতে পারছেন না বলে তিনি নিজেকে রূপালী পর্দা থেকে কিছুটা দূরে রেখেছেন।

শ্রাবন্তী ১৯৯৭সালে ‘মায়ার বাঁধন’ চলচ্চিত্রের দ্বারা অভিনয় জগতে প্রবেশ করলেও ২০০৩সালে ‘রক্ষক’ সিনেমায় মুখ্য ভূমিকার মাধ্যমে বাংলা সিনেমা জগতে কাজ করতে শুরু করেন। তাই তিনি মজা রয়েছেন ভিন্ন ফটোশ্যুটে। কখনো তিনি পড়ে রয়েছেন শাড়ি আবার কখনো তিনি পড়ে রয়েছে ওয়েস্টার্ন ড্রেস।

 শাড়ি হোক কিংবা ড্রেস সব ধরনের পোশাকি তিনি হয়ে ওঠেন সাহসী, ঠিক যেমন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে সাহসিকতার সহিত প্রায় পরপর তিনটি বিয়ে করার পর সকল সমালোচনা ছুঁড়ে ফেলে সাহস এবং আনন্দের সাথে জীবনযাপন করছেন। তার এই দর্শকদের হৃদয় বিগলিত ফটো আপলোড করার সাথে সাথেই লাইক পেরিয়েছে ২২হাজারের ওপরে। তার কমেন্ট বক্স ভরে গিয়েছে ভালোবাসার মন্তব্যে।