রহস্যের গন্ধ ছড়াল ‘শব চরিত্র’

কলকাতা: প্রকাশ্যে এল ‘শব চরিত্র’ ওয়েব সিরিজ। সিরিজটি পরিচালনা করছেন দেবাশিস সেন শর্মা।মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।অনির্বাণ ছাড়াও সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন…

কলকাতা: প্রকাশ্যে এল ‘শব চরিত্র’ ওয়েব সিরিজ। সিরিজটি পরিচালনা করছেন দেবাশিস সেন শর্মা।মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।অনির্বাণ ছাড়াও সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়,ইমন চক্রবর্তী,যুধাজিৎ সরকার,অঙ্কিতা মাঝি,পরাণ বন্দ্যোপাধ্যায়,রানা বসু ঠাকুর,পায়েল রায় সহ অন্যান্যরা।

সিরিজে একদম অন্যরকম লুকে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে।এক লেখকের ভূমিকায় এই সিরিজে অভিনয় করবেন তিনি। পোস্টারেই রহস্যের খানিকটা আভাস পেয়ে গিয়েছেন দর্শকেরা।বছর পঁয়তাল্লিশের লেখক অবিনাশের গল্প আর বিক্রি হচ্ছে না। কিন্তু এদিকে পাবলিশারের চাপও আছে। ফলে সে আশেপাশের সকল মানুষের জীবনে গোয়েন্দার মতো উঁকি ঝুঁকি দিয়ে নিজের গল্প খুঁজতে থাকে। সেই থেকে যদি একটি সিনেমা বা নিদেনপক্ষে একটা ওয়েব সিরিজ তৈরি করা যায়। ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার নিষিদ্ধ প্রেমের ওমই অবিনাশের রুটিন জীবন হয়ে দাঁড়ায়। চায়ের দোকানে দেখা হয়ে যাওয়া অঙ্কের মাস্টার কালুচরণ নাগ যখন ছেলের অঙ্কের শিক্ষক হয়ে আসে তখন অবিনাশের গল্প হাতের মুঠোয় মনে হয়।

   

কিন্তু অঙ্কের মাস্টার সব অঙ্কের হিসেব গুলিয়ে দিয়ে কীসের গোপন ইঙ্গিত দেয় অবিনাশকে? গল্পের গন্ধ পায় অবিনাশ। কিন্তু গল্প এগোতে না এগোতেই একদিন হঠাৎ করে অঙ্কের মাস্টার মারা যান। সেখানে উপস্থিত থেকে অবিনাশ পুলিশের নেক নজরে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেন।এরপর হঠাৎ করেই সেঁজুতির দেখা পায় অবিনাশ। আকর্ষণীয় গল্পের গন্ধে ওঁর পিছু নেয় অবিনাশ। জানতে পারে সেঁজুতি আর আনোয়ারের গল্প। কিন্তু ওর গল্প শেষের আগেই সেঁজুতি আত্মহত্যা করে।

Advertisements

পুলিশের জেরায় বিধ্বস্ত অবিনাশ সাংবাদিক বন্ধু সৈকতের কাছে তাঁর বিচিত্র ক্ষমতার কথা বলে ফেলে। সংবাদ চ্যানেলে সেই খবর প্রকাশ করতেই মিডিয়া ধাওয়া করে অবিনাশকে।এসব কিছুতে বিধ্বস্ত অবিনাশ প্রেমিকার কথায় এক মনরোগ বিশেষজ্ঞের কাছে যায়। কিন্তু তাতেও সমস্যা পিছু ছাড়ে না অবিনাশের। যাঁর গল্প নিয়েই সে লিখতে শুরু করে তাঁরাই মারা যেতে থাকে একের পর এক। তারপর কি হল জানতে হলে চোখ রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ। 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News