শিবু-নন্দিতার নতুন ছবির ঘোষণা, “রঘু ডাকাত”-এর বিপক্ষে এক নতুন অ্যাকশন জুটি!

টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় যারা শিবু-নন্দিতা নামে পরিচিত, “প্রাক্তন”, “পোস্ত”, “বেলাশেষে” এবং “বহুরূপী”-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে…

Shiboprosad Mukherjee and Nandita's New Film Announcement: A Fresh Action Duo Opposite "Raghhu Dakait"!

টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় যারা শিবু-নন্দিতা নামে পরিচিত, “প্রাক্তন”, “পোস্ত”, “বেলাশেষে” এবং “বহুরূপী”-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। গত বছরের মত এবছর পুজোয় আসছে তাদের নতুন সিনেমা। প্রজাতন্ত্র দিবসে উইন্ডোজ প্রোডাক্শন এই নতুন সিনেমার ছোট্ট একটি টিজার শেয়ার করেছে।

গত ৫ জানুয়ারি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, “উইন্ডোজ প্রোডাকশন হাউস এর বড়পর্দায় দেখা হবে তিনবার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও আমার ছবি, আমার বস। বাকি দুটো ছবির অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিরই।” তারপরেই প্রকাশ্যে আসে প্রযোজনা সংস্থার ক্রিসমাসের ছবিটি ভৌতিক গল্প অবলম্বনে ক্রিসমাসে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। আর অপেক্ষা ছিল পুজোর ছবির নাম ঘোষণার।

   

অবশেষে সামনে এলো শিবু-নন্দিতা (Shiboprosad Mukherjee) পরিচালিত ছবি “রক্তবীজ ২”-এর একটি ছোট্ট টিজার। অনেকেই ধারণা করেছিলেন পুজোয় ‘রক্তবীজ-২’ হয়তো মুক্তি পাবে উইনডোজ প্রোডাকশন এর প্রযোজনায়। সেই ভাবনায় সত্যি হলো, টিজারটি দেখার পর একটি বিষয় স্পষ্ট এবার আরও একবার জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়।

২০২৩ সালের দুর্গাপুজোয় মুক্তি পাওয়া “রক্তবীজ” সিনেমাটি উৎসবের মরসুমে একটি অন্যরকম স্বাদ এনেছিল দর্শকদের কাছে। সিনেমাটি ভিক্টর ব্যানার্জির চরিত্রটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আবীর চরিত্রে ছিলেন একটি তদন্তকারী অফিসার, আর মিমি অভিনয় করেছিলেন একজন পুলিশ সদস্য হিসেবে।

অন্যদিকে বছরের শুরুতেই দেব তার পরবর্তী সিনেমার ঘোষণা করেছিল। এবছর পুজোর মরশুমে মুক্তি পাবে ধ্রুব ব্যানার্জী পরিচালিত “রঘু ডাকাত”। ইতিমধ্যেই ডাকাত সর্দার অবতারে দেবের লুক অনুরাগীদের মধ্যে কৌতূহলের মাত্রা বাড়িয়েছে। দেবকে শেষ দেখা গেছে সুজিত রায় পরিচালিত “খাদান” সিনেমাটিতে। সিনেমাটির বাজার এখন শুধুমাত্র দেশেই নয় বরং বিদেশেও গরম বলা যায়। গতকালই সোশ্যাল মিডিয়া পোস্টে দেবকে দেখা গেছে দুবাইয়ের মাটিতে ধুতি-পাঞ্জাবি পরে প্রিমিয়ারের সন্ধ্যায়।