Shamik Chakraborty: ‘শালী’র সঙ্গে প্রেম করছেন শমীক! নাম জানেন প্রেমিকার!

Shamik Chakraborty

Shamik Chakraborty: ‘যখন কলকাতায় আসি, তখন জানতাম না কীভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকব, কোথায় অডিশন হয়? কলকাতায় ছোট্ট একটা রুমে থাকতাম, আমার এত বড় চেহারা ওই রুমে ঠিক সেটও হত না। সেসময় রান্না করতাম, বাসন মাজতাম, ঘর মুছতাম, বাথরুমও পরিষ্কার করেতাম, সব কাজই আমি নিজে করেছি। মার কোন ইনকামও নেই, তাই মা-ই আমায় ওই ঘরের ভাড়া দিত। এরপরে অবশ্য আমি মডেলিং শুরু করি। সেখান থেকে যা আয় হত, তা দিয়েই বাড়িভাড়া দিতাম।’ দিদি নম্বর ওয়ানে এসে স্ট্রাগল করে কেরিয়ার বানানোর গল্প বলা শমীক আজ প্রেমের পরীক্ষায় কতটা সফল জানেন?

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sona Lisa Das (@sonalisa_das_officials)

শমীকের মন টেনেছেন গিনির বন মিনি। সিরিয়াল জীবন গিনি তাঁর প্রাণের মানুষ বটে। কিন্তু বাস্তবে গিনির বোনই শমীকের নিজের জন। চুটিয়ে প্রেম করছেন দুজনে। শিলমহোর দিয়েছিলেন সরস্বতী পুজোর দিনই। তবে লাইমলাইটে আসতে সময় তো কিছুটা লেগেই যায়। বর্তমানে বাংলার মেয়েদের ক্রাশ শমীক চক্রবর্তী তথা ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘খেলনা বাড়ি’, ‘ফেলনা’ ও ‘গোধূলি আলাপ’-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অন্যতম এই পরিচিত মুখটি মন দিয়ে বসেছেন সোনালিকাকে।

Advertisements

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ রাজ চক্রবর্তীর বাড়ির সরস্বতী পুজোয় সোনালিকা দাসকে নিয়েই এসেছিলেন শমীক। সেখানেই প্রেমে শিলমহোর দিয়েছেন তাঁরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sona Lisa Das (@sonalisa_das_officials)