Shakib Khan: কলকাতার শর্বরীর সাথে শাকিব খান কী করছেন? ঢাকার রঙমহল গরম

Shakib khan

ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান (Shakib Khan)। একের পর এক সিনেমার শুটিং করেই চলেছেন। এ অভিনেতার শেষ সিনেমা ‘প্রিয়তমা’ ছিল ব্লকবাস্টার সুপার হিট। প্রশংসা কুড়িয়েছিলেন শাকিবের বিপরীতে অভিনয় করা ভারতের নায়িকা ইধিকা পাল। এবার শাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে নাকি ঢাকায় পা রেখেছেন ভারতের আরেক অভিনেত্রী।

ঢালিউডের বাতাসে জোর গুঞ্জন শাকিব খানকে নিয়ে একটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন ‘পরাণ’ ও ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী। জানা গেছে, রায়হান রাফীর পরিচালনায় ‘অভিনেতা’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হবেন তিনি।

   

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কাজ করবেন কলকাতার মডেল-অভিনেত্রী শর্বরী দাস। ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।একাধিক সূত্র জানিয়েছে, ‘অভিনেতা’ সিনেমায় কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই বাংলাদেশে পা রেখেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, শাকিবের এই নতুন সিনেমা নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে সিনেমাটির।

এ বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘অভিনেতা’ সিনেমাটির বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছি না। সোমবার (১১ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা করা হবে।

শর্বরী জানিয়েছেন, ব্যক্তিগত সফরে এবার ঢাকায় এসেছি। গত জুন ও আগস্ট মাসেও আমি এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব এরপর আবার কলকাতায় চলে যাব। শর্বরী জানান তার মা বাংলাদেশি। তার মায়ের বাড়ি খুলনায় আর বাবার বাড়ি পশ্চিমবঙ্গে।  ২০১১ সালে সিরিয়ালে অভিনয় শুরু করেন শর্বরী দাস। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন