Shahrukh’s son Aryan: প্রযোজনায় নামতে চলেছে শাহরুখপুত্র আরিয়ান

প্রযোজনায় নামতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান (Shahrukh’s son Aryan)। গত বছর মাদক কাণ্ডে ফেঁসে যাওয়ার পর থেকে তাকে খুব কমই দেখা গিয়েছিল ক্যামেরার সামনে আসতে। কিন্তু…

Shahrukh's son Aryan

প্রযোজনায় নামতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান (Shahrukh’s son Aryan)। গত বছর মাদক কাণ্ডে ফেঁসে যাওয়ার পর থেকে তাকে খুব কমই দেখা গিয়েছিল ক্যামেরার সামনে আসতে।

কিন্তু এখন বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শাহরুখপুত্র নাকি একটি গল্প লিখছেন যেটি আসতে চলেছে ওয়েব সিরিজের মাধ্যমে। ওয়েব সিরিজের অভিনেতা বাছাই এর কাজও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে অনেক অভিনেতাই আসছে সেখানে অডিশন দিতে। সব ঠিক থাকলে চলতি বছরেই শুরু হবে এই ওয়েব সিরিজের শুটিং।

বাবা অভিনয় জগতের একজন নাম করা অভিনেতা হওয়া সত্বেও শাহরুখপুত্র আরিয়ান কখনোই চাননি অভিনয় করতে। এবার আরিয়ানের পেশাগত দিক থেকে প্রথম পদক্ষেপে পাশে রয়েছে বাবা শাহরুখ খান।ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে তাঁর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

Advertisements

গত বছর মাদক কান্ডে নাম জড়ায় শাহরুখপুত্র আরিয়ান। ২০২১ সালে মুম্বাই থেকে গোয়াগামী একটি ক্রুজে এনসিবি অভিযান চালায় এবং সেখানে আরিয়ান সহ তার সঙ্গীদের গ্রেপ্তার করে। তারপরে বেশ কয়েকদিন মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান।

এরপর বেকসুর খালাস হয় আরিয়ান কিন্তু তারপরেও নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি রাখে আরিয়ান। তারপরে বহুদিন পরে আবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে তাকে ক্যামেরার সামনে দেখতে পাওয়া গিয়েছিল। সম্প্রতি শোনা যাচ্ছে তার লেখা গল্প ওয়েব সিরিজের মাধ্যমে আসতে চলেছে।