‘কিং’-এর সেটে গুরুতর চোট শাহরুখের, বন্ধ শুটিং! কেমন আছেন বাদশা?

লন্ডন: লন্ডনে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন পেশিতে গুরুতর চোট পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan Injury)। মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়…

Shah Rukh Khan Injury

লন্ডন: লন্ডনে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন পেশিতে গুরুতর চোট পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan Injury)। মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার সময় চোট পান ‘কিং খান’। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় দ্রুত আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে চিকিৎসার জন্য।

কিং-এর সেটে চোট

সূত্রের খবর, সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। একটি জটিল স্টান্ট দৃশ্যে অভিনয় করার সময় আচমকাই পেশিতে চোট লাগে তাঁর। যদিও শরীরের কোন অংশে আঘাত লেগেছে, বা সেটা কতটা গুরুতর, তা এখনও প্রকাশ্যে আনেনি অভিনেতার টিম।

   

তবে ঘনিষ্ঠ মহলের বক্তব্য, কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। সেই পুরনো সমস্যা ফের জেগে ওঠাতেই এমন ঘটনা। আপাতত শ্যুটিং বন্ধ। সুরক্ষার স্বার্থে, এবং আঘাত যাতে গুরুতর আকার না নেয়, তাই আমেরিকাতেই চলবে চিকিৎসা।

Advertisements

সুস্থ হতে সময় লাগবে

অনুমান করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে অন্তত এক মাস। ফলে ‘কিং’ ছবির পরবর্তী শ্যুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর কিংবা নভেম্বর থেকে।

এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তাঁর ভক্তমহল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে ‘গেট ওয়েল সুন কিং খান’ বার্তা। তবে বলিউডের অন্দরে এখন একটাই প্রশ্ন, সুস্থ হয়ে কবে ফিরবেন ‘কিং’?