Shah Rukh Khan: ছবি তুলতে আসা ভক্তকে ফেলে দেন কিং খান, সোশ্যাল মিডিয়ায় নিন্দা

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরেছেন কিং খান (Shah Rukh Khan) । শাহরুখ খানের প্রথম কোনও হিন্দি ছবি ১২০০ কোটির দরজায় পৌঁছেছে।

Shah Rukh Khan

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরেছেন কিং খান (Shah Rukh Khan) । শাহরুখ খানের প্রথম কোনও হিন্দি ছবি ১২০০ কোটির দরজায় পৌঁছেছে। পরপর ফ্লপ ছবির পরে বেশ তিন বছর অবসাদ কাটিয়ে ফিরেছিলেন তিনি। ছবি হিট হতে না হতেই আবারও অহংকারী কিং খান- এই প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওর জেরেই বলিউড বাদশা চরম ট্রোলের শিকার হচ্ছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিজের নতুন ছবির শুট সেরে কাশ্মীর থেকে ফিরছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

   

বিমানবন্দরে কিং খানকে দেখে এক ভক্ত খুব শান্তভাবেই ফোন নিয়ে এগিয়ে আসেন। ওই ভক্ত শাহরুখের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। ছবি তুলতে আসা ওই ভক্তকে ঠেলে ফেলে দেন অভিনেতা। এই ঘটনা অবাক সকলেই।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার কিং খান। নেটিজেনদের বক্তব্য, যে স্টারকে এত ভালবাসা দেওয়া হয়েছে, ভক্তদের জন্যই যে স্টার আজ এত চর্চায়, জনপ্রিয়, সম্মানীত তাঁর এমন ব্যবহার। তাঁর যদি ছবি তোলার না থাকলে তাহলে তো তিনি আসতে করে সরিয়ে দিতে পারতেন বা বডিগার্ডরা ব্যবস্থা নিতেন।

সম্প্রতি শাহরুখ খানের ওই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে ভক্তরা তাঁদের অভিমান উগরে দিচ্ছেন ওই পোস্টের কমেন্টবক্সে।