Sauraseni Maitra: মিথিলার সঙ্গে সম্পর্কটা সৃজিতের কেমন একটা হয়ে গিয়েছে, জল্পনা বলে এমনটাই। তাই কি এবার পরিচালকের ফাঁকা মনে হানা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বাংলার পাশাপাশি হিন্দিতেও সমান তালে কাজ করে যাওয়া এই নায়িকা এদিন এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে বড়সড় তথ্য জানিয়েছেন।
বলেছেন, তাঁর রাজ চক্রবর্তীর সঙ্গেও দারুণ কেমিস্ট্রি। শুধু সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যাপারটা আলাদা। সৃজিতের সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি নিয়ে আলোচনাটা একটু বেশি হবে, তিনি জানেন। অভিনেত্রীর কথায়, ‘আসলে পরিচালকের মাথায় চরিত্রটা থাকে। তাঁর সঙ্গে আদানপ্রদান ভালো না হলে, ছবিটা ভালো হবে কী করে? সৃজিতদার ছবিতে যেসব তাবড় অভিনেতাদের সঙ্গে আমাকে কাজ করতে হবে, সেটা বড় সুযোগ এবং চ্যালেঞ্জ।’
তাহলে সৃজিত মুখোপাধ্যায়ও নিছকই সৌরসেনীর সহকর্মী। তাহলে কী নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সত্য। যে প্রসঙ্গেও এদিন মুখ খুলেছিলেন তাজ অভিনেত্রী। বললেন, যেদিন সিনেমার দুনিয়ায় এসেছেন, সেদিনই জেনে গিয়েছেন, আজকে কোনও প্রযোজক, কাল কোনও ব্যবসায়ী, পরশু কোনও পরিচালকের নাম তাঁর সঙ্গে জড়াবেই। তাই অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‘লোকে কী বলছেন বা ভাবছেন তাই নিয়ে আমি মাথা ঘামাই না। একমাত্র বাবা-মাকে এই ভরসাটা দেওয়া জরুরি, অনভিপ্রেত কিছু করছি না।’
অভিনেত্রীর কথায়, ‘একটা সম্পর্কে থাকলে সেটার প্রতি যত্নবান হওয়া দরকার। এটা বলছি না, কাজ আর প্রেম ব্যালেন্স করা যায় না। কিন্তু সেটার জন্য যতটুকু সময় দিতে হয়, সেই সময়টাও আমি এখন কাজে দিচ্ছি।’ আসলে, কাজ পাগল অভিনেত্রী সৌরসেনী মৈত্র এখন প্রেম করছেন না। প্রেমের নাকি সময় নেই তাঁর হাতে।