সঞ্জয় দত্তের ভিসা বাতিল করল ব্রিটেন, এবার কি ছবি থেকে বাদ পাবেন সঞ্জয়?

মুক্তির এক দশকেরও বেশি সময় পর ‘সান অফ সর্দার’ এর সিকোয়েল বানাতে চলেছেন নির্মাতারা। সিক্যুয়ালটিতে অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) একে ওপরের বিরুদ্ধে লড়াইয়ের কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে যে ছবি থেকে বাদ পড়তে পারেন সঞ্জয়, কারণ তাকে দেওয়া ভিসা বাতিল করেছে ইউনাইটেড কিংডম। সঞ্জয়ের পরিবর্তে ছবিতে নব্য হতে পারে ‘লাপাতা লেডিস’ খ্যাত রবি কিষানকে।

Advertisements

কী কারণে ছবি থেকে বাদ পড়লেন সঞ্জয়? জানা যাচ্ছে যে ছবিটির একটি শিডিউলের শুটিং রয়েছে স্কটল্যান্ডে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে ১৯৯৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে, সঞ্জয় একাধিকবার যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু তাঁকে ভিসা দেওয়া হয়নি। অন্যদিকে, একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরে এসেছেন তিনি। এবার যদি তিনি যুক্তরাজ্যের ভিসা পেতেন তবে এটি তাঁর প্রথম বিলেত সফর হতো। এই বিষয়টি অজয় দেবগনের টিম জানতে পারলে, তৎক্ষণাৎ সঞ্জয়ের জায়গায় রবি কিষানকে নেওয়া হয়। এই ছবিটিতে ম্রুনাল ঠাকুরও রয়েছেন বলে জানা যাচ্ছে।

শোনা যাচ্ছে যে ‘হাউসফুল ৫’ এর একটি শিডিউল শুট হওয়ার কথা রয়েছে লন্ডনে এই বছরের সেপ্টেম্বর মাসে। এই ছবি থেকেও কী বাদ পড়বেন সঞ্জয়? সূত্র মারফত জানা যাচ্ছে যে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা সিদ্ধান্ত নিয়েছেন যে সঞ্জয়ের দৃশ্য গুলি শুট করা হবে মুম্বইতে। এর ফলে তাঁকে আর বাদ দিতে হবে না ছবি থেকে।

Advertisements

ভিসা বাতিলের বিষয় নিয়ে সঞ্জয় দুটোকে প্রশ্ন করা হইল, তিনি বলেন, “প্রথমকে আমাকে যুক্তরাজ্যের তরফে আমাকে ভিসা দেওয়া হয়েছিল। পরে তারা আমার ভিসাটি বাতিল করে যুক্তরাজ্য সরকার। আমি সমস্ত কাগজপত্র সরকারকে দিয়েছি। যদি কোনও গন্ডগোল থেকে থাকে আমায় কেন প্রথমে ভিসা দেওয়া হয়েছিল? আমি সিনেমায় কাজ করা মিস করছি না। তাঁদের এটা সংশোধন করতে হবে। আমি আইন মেনে চলি । আমি প্রতিটি দেশের আইনকে সম্মান করি। “