HomeEntertainmentSandy Saha-Ranu Mandal: অবশেষে রানু মন্ডলকে বিয়ে করলেন স্যান্ডি

Sandy Saha-Ranu Mandal: অবশেষে রানু মন্ডলকে বিয়ে করলেন স্যান্ডি

- Advertisement -

একেবারে মালা বদল করে বিয়ে করলেন দুজন। নিজেদের বিবাহের কথা নিজেরাই সোশ্যাল মিডিয়া মারফত জানালেন স্যান্ডি সাহা ও রানু‌ মন্ডল (Sandy Saha-Ranu Mandal)। সাধারন রোজকার পোশাকেই করলেন বিয়ে। তবে সত্যি কি বিয়ে? 

তা হয়ত তারাই জানেন। এমন অনেকবারই তাকে দেখা গেছে ভিন্ন রকম কার্যকলাপ করতে এবারের ঘটনাও সত্যি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অতঃপর এখন তিনি যাই করেন এই ধরনের, তা সবই খানিক রাখাল বালকের গল্পের মত লাগে।

   

 যদিও আজকাল সোশ্যাল মিডিয়ায় যাই হয় তাকেই তকমা দেওয়া হয় কন্টেন্টের।   তবে যদি ইহাকে মজা হিসেবে ধরা যায় তাহলে বলতে হয় এই ছবি বলছে এই দাম্পত্য জীবনে খুশি হতে চলেছে স্যান্ডি কিন্তু রানু মন্ডল?  তাকে দেখে যদিও মনে হচ্ছে যে তিনি বিন্দুমাত্র খুশি নন এই বিবাহে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular