সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সামনে এল সন্দিপ্তার (Sandipta Sen) ভালোবাসার মানুষের ছবি। দীর্ঘদিন ধরে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সব জায়গায়। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে সামনে এল বিশেষ ছবি। রবি-সন্ধ্যায় মনের মানুষের সঙ্গে ছবি দিলেন সন্দীপ্তা। জানিয়ে দিলেন, কার প্রেমে বুঁদ হয়ে দিন কাটছে তাঁর।
Advertisements
সন্দীপ্তা যাঁকে মন দিয়েছেন, তাঁর নাম সৌম্য মুখোপাধ্যায়। একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত অভিনেত্রীর প্রেমিক। সন্দীপ্তার পোস্ট করা ছবিতে, দু’জনের হাসিমুখ দৃশ্যমান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গল্প হলেও সত্যি’।
জানা গিয়েছে, এক বন্ধুর মিউজিক ভিডিয়ো প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন সন্দীপ্তা। সেখানেই সৌম্যর সঙ্গে আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। বিগত বেশ কয়েক মাস ধরে সম্পর্কে তাঁরা। আর অবশেষে সামনে এল সেই সিক্রেট ছবি।
Advertisements
View this post on Instagram


