Sandipta Sen: বড়দিনে বিশেষ চমক সন্দীপ্তার! ডিসেম্বর মাসের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তবে, কাজের চাপের জন্য স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে হানিমুনে যেতে পারেননি তিনি। হানিমুনে না গেলেও হালকা শীতের আমেজ গায়ে মেখেই কলকাতার আনাচে-কানাচেই নিভৃতে সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।
সম্প্রতি শহরের এক নামকরা বিলাসবহুল হোটেলে ‘ডিনার ডেটে’ গিয়েছিলেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। ক্রিসমাস ইভের আগেই তাঁদের ডেট নাইটের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হাসিমুখেই স্বামীর সঙ্গে ছবিতে ধরা দিয়েছেন তিনি। এছাড়াও শেয়ার করেছেন একটি ভিডিও।
মাত্র দু-দিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তা অভিনীত নতুন ওয়েব সিরিজ বোধন ২। এই বিখ্যাত অটিটি প্লাটফর্মের কর্মধার হলেন সন্দীপ্তা সেনের বর সৌম্য মুখোপাধ্যায়। স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে পথ চলার শপথ নেওয়ার পর প্রথম প্রোজেক্টই দারুণ সাড়া মিলেছে দর্শকমহলের কাছ থেকে। আর সেই উপলক্ষেই ‘পার্টি তো বনতা হ্যায়’। গত শনিবার রাতে ওয়েবয় গ্র্যান্ডে রোম্যান্টিক ডিনার ডেট’-এ গেলেন তাঁরা। এমনিতেই আকাশে বাতাসে মিশে রয়েছে ক্রিসমাসের আবহ। তার মাঝেই এমন রোম্যান্টিক আয়োজনে মন ভরে গিয়েছে নব দম্পতির।
View this post on Instagram
সন্দীপ্তা শেয়ার করে নেওয়া ছবিতে দেখা গিয়েছে, টেবিলের ওপরেই সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল আর ক্যান্ডেল। সঙ্গে ছিল রিফ্রেশমেন্ট ড্রিঙ্কও। এই বিশেষ দিনে অভিনেত্রী সন্দীপ্তার পরনে ছিল হলুদ রঙা পোশাক, কালো ওভারকোট। সৌম্যর দেখা মিলেছে টিশার্ট আর অফ হোয়াইট জ্যাকেটে। নীলপুলের পাড়ে এদিন জমিয়ে চলেছে খাওয়া দাওয়া।