সোমবার সকালে আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, এইদিন সকালে তাঁর শরীর খারাপ হওয়ায় তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কী হল তাঁর? তাঁর সরকারীর তরফে জানা গিয়েছে,”আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।”
আরও জানা গিয়েছে যে, এই মুহূর্তে চিকিৎসকরা সঠিক ভাবে কিছু জানায়নি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার কারণে আপাতত দিন কয়েক তাঁকে ভর্তি থাকতে হতে পারে ৭৯ বছর বয়সি অভিনেত্রীকে। ঘটনাচক্রে আজ অনুপ কুমারের জন্মদিন। যে অনুপ কুমারের সঙ্গে রয়েছে তাঁর কালজয়ী ছবি।
সন্ধ্যা রায় অভিনীত ‘বাবা তারকনাথ’ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। জনপ্রিয়তার শিখরে থাকাকালীন তিনি বিয়ে করে তরুণ মজুমদারকে। তরুণ-সন্ধ্যার আবিষ্কার রাখী গুলজার-সহ একাধিক প্রথম সারির নায়িকা। ২০১৪-য় অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রাখেন। তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েন। দর্শকপ্রিয় অভিনেত্রী বিপুল ভোটে জয়ী হয়ে সে বছর সাংসদ হিসেবে দিল্লিতে সংসদ ভবনে পা রেখেছিলেন