Tuesday, October 14, 2025
HomeEntertainmentএবার পর্দায় একসাথে দেখা যেতে চলেছে সামান্থা এবং আয়ুষ্মানকে 

এবার পর্দায় একসাথে দেখা যেতে চলেছে সামান্থা এবং আয়ুষ্মানকে 

“দ্যা ফ্যামিলি ম্যান টু” এর পরে আবার পর্দায় দেখা যেতে চলেছে তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে (Samantha Prabhu)। একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে তিনি আয়ুষ্মান খুরানার (Ayushman Khurana) বিপরীতে অভিনয় করার জন্য একটি ছবি স্বাক্ষর করেছেন। একটি ভৌতিক কাহিনীতে অভিনয় করতে চলেছেন তারা দুজন।

Advertisements

দীনেশ বিজনের পরবর্তী ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তারা দুজন। ‘স্ত্রী’, ‘বেদিয়া’ এবং ‘মুঞ্জা’র পরে ম্যাডক ফিল্মসের চতুর্থ ভৌতিক ছবি হতে চলেছে এই প্রকল্প। ছবিতে সামান্থা একজন রাজকুমারীর চরিত্রে এবং আয়ুষ্মান একজন রক্তচোষা পিশাচের ভূমিকায় অভিনয় করবে বলে জানা গিয়েছে।ছবির নাম উদ্যোক্তাদের তরফ থেকে এখনো সামনে আনা হয়নি। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হতে চলেছে। পরিচালক দীনেশ বিজন আয়ুষ্মানের সাথে এই ছবির কন্ট্রাক্ট স্থির হওয়ার পরেই সামান্থার সঙ্গে কথা বলেন বলে জানা যায়।

Advertisements

তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা কিছুদিন হল বলিউডে পা রেখেছেন। এর মধ্যেই একাধিক বলিউড ছবির সুযোগ এসেছে তার হাতে কিন্তু তিনি এই মুহূর্তে খুবই বেচে কাজ করার পক্ষপাতী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments