Tiger 3: শাহরুখ পর এবার ভাউজান জ্বরে কাবু বাংলাদেশ

সলমনের টাইগার ৩’ নিয়ে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে অন্যরকম এক উম্মাদনা। সেই উন্মাদনার আঁচ দেখা যাচ্ছে বাংলাদেশি দর্শকদের মাঝেও। এর মধ্যে বাংলাদেশের ভাইজান ভক্তদের জন্যে…

সলমনের টাইগার ৩’ নিয়ে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে অন্যরকম এক উম্মাদনা। সেই উন্মাদনার আঁচ দেখা যাচ্ছে বাংলাদেশি দর্শকদের মাঝেও। এর মধ্যে বাংলাদেশের ভাইজান ভক্তদের জন্যে এল দারুন খবর। গোটা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার ৩’। বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সূত্রমতে, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি করতে পারবে।

   

ভারতীয় সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পায় ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই প্রেক্ষাগৃহে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।

১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টাইগার ৩ । সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ক্রেজ রয়েছে। ছবিটি নিয়ে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। টাইগার ৩-এ ভিলেনের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এবার ইমরানকে দেখা যাবে ভিন্ন স্টাইলে, যা তার ভক্তরা কখনো দেখেননি। ট্রেলারে অভিনেতার স্টাইল দেখে তার ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন। এবারই প্রথম খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরানকে।

শনিবার টাইগার ৩ এর বুকিং খোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সালমানের ছবিটি ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে। ছবিটির অগ্রিম বুকিং আয় ১ কোটি টাকা ছাড়িয়েছে।