Salman Khan: সলমনের নতুন ছবির লুক প্রকাশ্যে আসতেই,  ভাইরাল ভাইজান

বহুদিন ধরে চর্চায় ছিল সলমনের (Salman Khan) পরবর্তী ছবি। একের পর এক নাম ভেসে আসছিল নেটমাধ্যমে। বহু অভিনেতা অভিনেত্রীদের নাম ও উঠে আসছিল এই সিনেমায়…

short-samachar

বহুদিন ধরে চর্চায় ছিল সলমনের (Salman Khan) পরবর্তী ছবি। একের পর এক নাম ভেসে আসছিল নেটমাধ্যমে। বহু অভিনেতা অভিনেত্রীদের নাম ও উঠে আসছিল এই সিনেমায় জড়িত থাকা নিয়ে। তবে এতদিনে অপেক্ষার অবসান। গতকাল সিনেমার অভিনেত্রী শাহনাজ গিল যিনি এই ছবির হাত ধরেই প্রথমবার বলিউডে অভিনয় করতে চলেছেন তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির প্রথম টিজার প্রকাশ করেন। ভিডিওটির নিচে শেহনাজ লিখেছেন, ‘ও কিসি কে লিয়ে ভাই কিসি কি জান’।

   

সেখানে দেখা যাচ্ছে, পাহাড় বেষ্টিত ধূসর মানববর্জিত এক রাস্তা ধরে বাইকে করে এগিয়ে চলেছেন সলমন। পরনে জিনস, বাদামী রঙের শার্ট, কানে বালি, চোখে সানগ্লাস, কাঁধ অবধি লম্বা চুল উড়ছে হাওয়ায়, দাড়ি গোঁফে ঢাকা মুখ। ছবিটির নাম দেওয়া হয়েছে “কিসি কা ভাই কিসি কি জান”।

প্রথমে ছবির নাম ছিল ভাইজান, তারপর রাখা হয় কভি ইদ কভি দিওয়ালি, অবশেষে ছবিটির নাম জানা গেল “কিসি কা ভাই কিসি কি জান”।ছবিটির প্রথম টিজার সামনে আসবার পর থেকেই সলমনের নতুন লুক নিয়ে হইচই পড়ে গেছে নেট মাধ্যমে। সলমনের ভক্তরা খুবই আগ্রহী তার এই নতুন ছবি দেখার জন্য। বহুদিন পরে আবার সলমনকে লম্বা লম্বা চুলের কোন লুকে দেখা যেতে চলেছে। এর আগে তার একটি জনপ্রিয় সিনেমা “তেরে নামে” লম্বা চুল দর্শকের কাছে খুব প্রশংসা কুড়িয়ে ছিল। এবার দেখার সেবারের ‘রাধের’ মতো এবারেও মানুষের মন জয় করতে পারেন কিনা।