Salman Khan: প্যান্টের পকেটে কি লুকলেন ভাইজান! ভিডিও দেখে তোলপাড় নেটদুনিয়া

সলমন খান (Salman Khan) বলিউডের এমন এক নাম যা শুনলে এখনো হইচই বেঁধে যায়। দেশে-বিদেশে তার ভক্ত সংখ্যা গুনতে বসলে শেষ হবে না। আজও সিনেমাহলে…

সলমন খান (Salman Khan) বলিউডের এমন এক নাম যা শুনলে এখনো হইচই বেঁধে যায়। দেশে-বিদেশে তার ভক্ত সংখ্যা গুনতে বসলে শেষ হবে না। আজও সিনেমাহলে ভাইজানের সিনেমা এলে দর্শকদের উত্তেজনা থাকে দেখার মত। এই দেশের বহু তরুণের স্টাইল আইকন তিনি, তার একাধিক স্টাইল অনুসরণ করে তার ভক্তরা। এবার তার স্টাইল নিয়েই মজায় মজেছে সোশ্যাল মিডিয়া।

Advertisements

গত শুক্রবার রাতে প্রযোজক মুরাদ খেতানির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান খান। সেখানে তার গাড়ি পৌঁছাতে একাধিক ক্যামেরা ছুটে আসে। তিনি গাড়ি থেকে বের হওয়ার পর তার হাতে একটি পানীয়র গ্লাস ছিল সেই গ্লাসটিকে তড়িঘড়ি নিজের জিন্সের পকেটের মধ্যে ঢুকিয়ে নেন। আর তা দেখেই গোটা নেটদুনিয়া অবাক।

   

এখন নেট মাধ্যমে চর্চা শুরু হয়েছে সালমানের সেই পানিয়র গ্লাস নিয়ে। ক্যামেরায় পোজ দেওয়ার সময় যাতে গ্লাসটি পকেটে থাকাকালীন অবস্থায় দেখা না যায় তার জন্য হাত দিয়েও ঢাকার চেষ্টা করছেন তিনি সেটিও ভিডিওটিতে ধরা পড়েছে এই ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সালমানের অনুরাগীরা জানার জন্য অত্যাধিক আগ্রহী যে সালমান খানের হাতের গ্লাসটিতে কি ছিল? অনেকেই ঠাট্টার ছলে বলেছেন যে এটা কি এবার ভাইজানের নতুন স্টাইল!