HomeEntertainment'সিংহম এগেইন'-এ থাকবে না সালমানের ক্যামিও! নির্মাতাদের হঠাৎ সিদ্ধান্তের কারণ?

‘সিংহম এগেইন’-এ থাকবে না সালমানের ক্যামিও! নির্মাতাদের হঠাৎ সিদ্ধান্তের কারণ?

- Advertisement -

এ বছর বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিংহাম এগেইন’ (Singham Again)। রোহিত শেট্টি পরিচালিত এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রমীরা। তবে এখন যে খবর আসছে তা ভক্তদের কিছুটা হতাশ করতে পারে। 

কিছুদিন আগে খবর এসেছিল ‘সিংহাম এগেইন’(Singham Again)ছবিতে বলিউড ভাইজানকেও (Salman Khan) সুপার কপ হিসাবে দেখা যাবে। খবরে বলা হয়েছে সলমান খানের ‘সিংহম এগেইন’-এ চুলবুল পান্ডের চরিত্রে একটি ক্যামিও করতে চলেছেন। তবে জানা গিয়েছে সলমান খানের আর দেখা মিলবে না ‘সিংহাম এগেইন’ছবিতে । বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে , ‘সিংহম এগেইন’-এর জন্য ১৪ অক্টোবর সলমনের ক্যামিওর শুটিং হওয়ার কথা ছিল।

   

কিন্তু ১২ অক্টোবর সালমানের (Salman Khan) ঘনিষ্ট বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর, ‘সিংহম এগেইন’-এর নির্মাতারা সালমানের ক্যামিও বাতিল করে দেন।  তারপরে রোহিত এবং অজয় ​​অভ্যন্তরীণভাবে আলোচনা করেছিলেন এবং তারা অনুভব করেছিলেন যে এই পুরো বিতর্কের মধ্যে সালমানকে(Salman Khan) একটি ক্যামিওর জন্য অনুরোধ করা ভালো হবে না। পাশাপাশি জানা গেছে ‘সিংহাম এগেইন’ছবিটি ১৪ অক্টোবরের মধ্যে সেন্সর বোর্ডে পাঠাতে হয়েছিল। যার জন্য সলমানের সঙ্গে দ্বিতীয় তারিখে শুটিং করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সলমানের (Salman Khan) চুলবুল পাণ্ডে চরিত্রটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যদি ‘সিংহাম এগেইন’ ছবির কপ ইউনির্ভাসে যোগ দিত তাহলে দর্শকদের মধ্যে আরও উন্মদনা বাড়ত বলে মনে করা হচ্ছে। তবে এখন সালমানের ক্যামিও না থাকায় ভক্তরা অবশ্যই নিরাশ হবেন । ‘সিংহাম এগেইন’ (Singham Again)-এ রোহিতের সমস্ত বড় পুলিশ চরিত্র – সিংঘম, সূর্যবংশী এবং সিম্বা একসঙ্গ দেখা যাবে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’(Singham Again)। ছবির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। এই ছবিতে লেডি সিংঘম হিসাবে ধরা দেবেন দীপিকা (Deepika Padukone)। এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular