Salman: টাবুকে বিয়ে করছেন সলমান খান?

Salman

Salman: বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সল্লু ভাই! প্রকাশ্যে এল বিয়ের খবর! তাও আবার বিগ বস প্ল্যাটফর্মে! বিনোদন জগতে একের পর এক তারকা দম্পতিদের বিয়ের সানাই বেজেই চলেছে। এমনকি সলমন খানের ভাই আরবাজ খান ও দ্বিতীয় বিয়ে সারলেন বেশ কিছুদিন আগে। তবে এবার খান পরিবারে আরও একটি সুখবর আসতে চলেছে। বাড়িতে আসতে চলেছে এবার নতুন বউ। সম্প্রতি এমনই এক মন্তব্যে জল্পনার আগুন আরও জোরালো হতে চলেছে।

Advertisements

এই মুহূর্তে কালার্স হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে বিগ বস 17। আর এই শো তে একের পর এক ধামাকা লেগেই রয়েছে। তবে সবচেয়ে বেশি ধামাকা হতে দেখা যায় উইকএন্ড ভারের এপিসোড গুলিতে। কারণ সেদিন শো হোস্ট সলমন খান নিজে আসেন প্রতিযোগীদের সঙ্গে গোটা সপ্তাহের ভালো মন্দ বিচার করতে। আর সঙ্গে করে নিয়ে যান এভিক্টেড প্রতিযোগীকে। কিন্তু এবারের উইকএন্ড ভার যেন খানিক অন্যরকম হল। বিয়ের সুর বাজল এবার সলমনের ভাগ্যে।

Advertisements

গত শনিবারের উইকএন্ড বারে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী অভিনেত্রী তাবু। সেখানে সলমনের সঙ্গে প্রতিযোগীদের নিয়ে একটি মজাদার খেলা নিয়ে এসেছিলেন। কিন্তু খেলা শুরুর আগে সলমন ভাইকে শোনা যায় তাবুর সঙ্গে বিয়ের কথা বলতে। সেখানে অভিনেত্রী বলেন আমরা আর বিয়ে করছি না। কিন্তু এর প্রতিবাদে সলমন বলেন না তাঁরা ভবিষ্যৎ এ বিয়ে করবেন। কিন্তু হুইলচেয়ারে বসেই বিয়ে করতে যাবে। এবং আগুনে ঝাঁপ দেবে। এই বলে তাঁরা উচ্চস্বরে হাসতে থাকে।