তিলোত্তমা সফরে আসছেন ভাইজান

salman khan kolkata

কারোর ভাই আবার কারো জান, এবার ভাইজান আসছেন কলকাতায়। ১৩ বছর পর তার পদধূলি পড়বে তিলোত্তমার বুকে। শহরজুড়ে যত ভাইজানের ভক্ত আছেন প্রত্যেকে এই খবর পেতেই উচ্ছশিত। জানা যাচ্ছে আগামী বছরের 20 জানুয়ারি কলকাতায় আসছেন সলমন খান (salman khan)। ‘দবং – দ্য ট্যুর রিলোডেড কলকাতা’-র বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের ‘ভাইজান’।           

Advertisements

জানা যাচ্ছে সলমনের সঙ্গে থাকবেন সোনাক্ষী সিংহ , জ্যাকলিন ফার্নান্ডেজ পূজা হেগড়ে, প্রভু দেবা , আয়ুষ শর্মা , সুনীল গ্রোভার , গুরু রণধাওয়া-সহ বহু তারকা।     

   

কলকাতার বুকে কার্যত তারকাদের মেলা হবে জানুয়ারি মাসে, যার জন্য অধীর আগ্রহে এখন থেকে অপেক্ষা করছে তাদের ভক্তরা। জানা যাচ্ছে কলকাতায় সালমান খানকে বাড়তি সুরক্ষা প্রদান করা হবে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য এখন থেকে প্রস্তুত নিতে শুরু করেছে উদ্যোক্তারা  ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements