KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে টাইগার হুঙ্কার, আসছেন ভাইজান

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান গত কয়েক বছর ধরেই আসছেন। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজি…

Salman Kiff KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে টাইগার হুঙ্কার, আসছেন ভাইজান

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান গত কয়েক বছর ধরেই আসছেন। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই মঞ্চে এবার থাকবেন সলমন খানও। নবান্ন সূত্রে খবর, সোমবার মুম্বই থেকে তা কনফার্ম করেছেন ভাইজান।

এ বছর ১৩ মে কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সলমন। ১৩ বছর পর কলকাতায় এসেছিলেন তিনি। সেদিন কাকভোরে কলকাতায় পৌঁছে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়েছিলেন সলমন। ভাইজানকে তখনই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

   

এবারের চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণের জন্য মুম্বইতে তার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে জুলাই মাসে মুম্বই গিয়েছিলেন তিনি। তখন জয়া বচ্চনের আমন্ত্রণে জলসায় গিয়েছিলেন মমতা। সেই সময়েই অমিতাভকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন।

ডিসেম্বরের শুরুতেই চাঁদের হাট বসতে চলেছে কলকাতায়। সরকারের মধ্যে একাংশ পরামর্শ দিতে শুরু করেছেন, এবার উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে না করে সল্টলেক স্টেডিয়ামে করা হোক। কারণ প্রচুর মানুষের আগ্রহ থাকবে তিন সুপারস্টারকে একসঙ্গে দেখার। তবে কোথায় হবে অনুষ্ঠান তা এখনও স্পষ্ট নয়।