Tuesday, October 14, 2025
HomeEntertainmentTiger 3: শুরু হয়েছে 'টাইগার 3'-এর ভিএফএক্স, ডাবিং-এর কাজ

Tiger 3: শুরু হয়েছে ‘টাইগার 3’-এর ভিএফএক্স, ডাবিং-এর কাজ

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর আসছে ‘টাইগার 3’। চলতি বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

Advertisements

সূত্রের খবর, মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার 3’-এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। বলা হচ্ছে ‘টাইগার 3’ ছবির ফার্স্ট কাট চূড়ান্ত হয়েছে এবং এর ভিএফএক্স কাজও শুরু হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই সালমান খান তার অংশের ডাবিং শুরু করেছেন এবং শীঘ্রই ক্যাটরিনা কাইফও ডআবইং শুরু করবেন। জানা গেছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির বাজেট ৩০০ কোটির বেশি ।

‘টাইগার 3’ ছবিতে সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিকেও দেখা যাবে। একইসঙ্গে এই ছবিতে ক্যামিও রোলে থাকবেন শাহরুখ খান।

উল্লেখ্য, শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ক্যামিও করেছিলেন সালমান খান। দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খানের ছবি ‘টাইগার 3’।

উল্লেখ্য, সালমান খানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি ছবি ‘এক থা টাইগার’ ২০১২ সালে এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০১৭ সালে মুক্তি পায়।

সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছিল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments