Salman Khan: কলকাতায় আজ দিদি-ভাইজান মোলাকাত, চলচ্চিত্র উৎসবে সলমন ধামাকা

Salman Khan in Kolkata

আজ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। উদ্বোধনে আজ চাঁদের হাট। তারই মধ্যে আজ শহরে চলে এসেছেন ‘ভাইজান’ সলমন খান। এত বছর কেআইএফএফ-এর উদ্বোধনের মঞ্চে দেখা যেত শাহরুখ খান-অমিতাভ বচ্চন। দুই মহারথীই ব্যক্তিগত কারণে কিফ-কে না বলে দিয়েছেন। এবারে তাঁদের মঞ্চে না দেখা গেলেও এবারে থাকছেন সলমন খান।

Advertisements

আজ অর্থাৎ মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অনুষ্ঠানে সলমন খানকে। এবার তাঁর সেই চাওয়া পূর্ণ করতেই মঙ্গলবার ভোররাত্রেই সঙ্গীসাথী নিয়ে শহরে হাজির হলেন তিনি। মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময়েই উপস্থিত ছিল সংবাদমাধ্যম। সেখানেই সলমনকে সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এই বছরেই শহরে আসেন সলমন খান। আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন। সলমনকেও আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি মমতা। সেখানেই কিফে আসার প্রস্তাব দেওয়া হলে সলমন। ভাইজান তখনই জানিয়েছিলেন তিনি চেষ্টা করবেন। অবশেষে তিনি কথা রাখলেন, সিটি অফ জয়-তে এলেন।

Advertisements

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর পরেই মমতার পাশে দেখা যাবে সলমনকে। এ ছাড়াও হাজির থাকবেন টলিউড ছাড়াও বলিউডেরও কলাকুশলীরা।